কমলার সঙ্গে আর বিতর্কে আগ্রহী নন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন মঙ্গলবার। এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার ওই বিতর্কে উভয়পক্ষই জেতার দাবি করলেও কমলা চেয়েছেন, আরেকটি বিতর্ক হোক। তবে তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।
বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত তো?’ পরদিন উত্তর ক্যারোলিনায় একটি প্রচার সমাবেশে কমলা নিজেও বলেন, ভোটারদের আরেকটি বিতর্কের অনুরোধ পূরণে আমরা বাধ্য। তবে বৃহস্পতিবার অ্যারিজোনায় সমাবেশে ট্রাম্প কমলার বিতর্কের আহ্বান নাকচ করে দেন। তিনি বলেন, ফিলাডেলফিয়ায় আমি স্পষ্টভাবে জিতেছি, আর এ কারণেই একটি রিম্যাচ চান কমলা। দ্বিতীয় বিতর্ক সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আমরা এটার প্রয়োজন মনে করি না। আমরা মনে করি আমরা সবকিছু নিয়ে আলোচনা করেছি।
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যখন একজন প্রতিযোগী কোনো লড়াইয়ে হেরে যায়, তখন তার মুখ থেকে প্রথম শব্দ বের হয় ‘আমি একটি রিম্যাচ চাই’।
ট্রাম্প বলেন, ‘জরিপগুলোতে স্পষ্ট, আমি ডেমোক্র্যাটদের উগ্র বাম প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে বিতর্কে জিতেছি... এবং সেজন্যই তিনি অবিলম্বে দ্বিতীয় বিতর্কের আহ্বান জানিয়েছেন।’
যদিও ফিলাডেলফিয়ার বিতর্কের পর বেশ কয়েকটি তাৎক্ষণিক জরিপ বলছে, মার্কিন ভোটাররা মনে করেন কমলা রিপাবলিকান প্রতিপক্ষের চেয়ে ভাল পারফরম্যান্স করেছেন। সিএনএন ফ্ল্যাশ পোল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬৩ শতাংশ দর্শকের মত হচ্ছে কমলা জিতেছেন, অন্যদিকে ৩৭ শতাংশ দর্শক মনে করেন, বিতর্কে জিতেছেন ট্রাম্প। ভোটাররা মনে করেন, এবিসি নিউজের আয়োজনে মঙ্গলবারের ৯০ মিনিটের বিতর্কে কমলা হ্যারিস ছিলেন আক্রমণাত্মক আর রক্ষণাত্মক অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন অর্থনীতি, বেকারত্ব, গর্ভপাত, ক্যাপিটল হিলে হামলা, গাজা-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ ১০টি ইস্যুতে কথা বলেছেন তারা। বক্তব্য, পাল্টা বক্তব্যে কেউ কাউকে ছাড় দেননি একচুল। ট্রাম্প ও কমলার এই ‘ফায়ারি ডিবেট’ বা অগ্নিগর্ভ বিতর্ক দেখেছেন যুক্তরাষ্ট্রের আনুমানিক ৬ কোটি ৭১ লাখ ভোটার। সূত্র : বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত