ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার
১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
কিয়েভ এবং অন্যান্য শহরগুলো লক্ষ্য ১৩৬টি ড্রোনের বহর দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এটি ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে ইউক্রেনে তাদের সবচেয়ে বৃহত্তম ড্রোন হামলা। হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তেরনোপিলের একটি শিল্প-কারখানায় আগুন ধরে যায়। কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সামরিক প্রশাসন। আগুন নেভাতে কাজ করেছিল ৪৬ জন দমকলকর্মী ও ১২টি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।
রাশিয়ার ১৩৬টি ড্রোনের মধ্যে ৫১টি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সেগুলো দেশটির ১৪টি অঞ্চলের একাধিক স্থানে ধ্বংস করা হয়। বুধবার ইউক্রেনের বিমানবাহিনী আরও জানায়, বাকি ২০টি ড্রোন এখনও ইউক্রেনের আকাশে রয়েছে। অবশিষ্ট ৬০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিখোঁজ। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে, রাশিয়া উত্তর চেরনিহিভ এবং পূর্ব ডোনেটস্ক অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে তাদের কী হয়েছিল তা জানায়নি। রাশিয়ার সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। গভর্নর রুসলান ক্রাভচেঙ্কোর মতে, ড্রোন হামলার ফলে রাজধানীর বাইরের অঞ্চলে একটি ব্যক্তিগত বাসভবনে আগুন লেগেছে এবং আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে অঞ্চলটি ১২ ঘন্টারও বেশি সময় ধরে বিমান সতর্কতার অধীনে ছিল। ক্রাভচেঙ্কো বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, হোয়াইট হাউস ছাড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি করে থাকি, তবে এটা বুদ্ধিমত্তার পরিচয়।’ ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড তার সর্বশেষ প্রকাশিত বই ‘ওয়ার’–এ লিখেছেন, ২০২১ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছাড়ার পর বিভিন্ন সময় ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।
মঙ্গলবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইট রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে উডওয়ার্ডের নতুন বইয়ের প্রসঙ্গ টেনে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, যদি আমি এটা (পুতিনের সঙ্গে যোগাযোগ) করে থাকি, তা বুদ্ধিমত্তার পরিচয়। যদি আমি মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হই, যদি মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে, সেটা তো ভালো কিছু, মন্দ কিছু তো নয়।’ ইকোনমিক ক্লাব অব শিকাগোতে ট্রাম্প এই সাক্ষাৎকার দেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এখন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। সূত্র : রয়টার্স, নিউইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম