ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১

কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণা গ্রহণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম

 রাশিয়ার কাজানে গত বুধবার অনুষ্ঠিত ১৬তম শীর্ষ সম্মেলনের পর ব্রিকস নেতৃবৃন্দ জাতিসংঘের সংস্কার থেকে চলমান বৈশ্বিক সংঘাতের বিস্তৃত বিষয়গুলোকে কাভার করে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছেন। যৌথ ঘোষণাপত্রে মোট ১৩৪টি প্রবিধান অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে একটি জাতিসংঘের সংস্কার সংক্রাম্ত।

এতে বলা হয়েছে, ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ এর ব্যাপক সংস্কারের বিষয়ে আমাদের সমর্থনকে আবারও নিশ্চিত করছি, যাতে এটিকে আরো গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক, কার্যকর ও দক্ষ করে তোলা যায়’। এর সাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ভালোভাবে সাড়া দিতে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব সম্প্রসারণের প্রশ্ন জড়িত। নেতৃবৃন্দ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এবং দ্রুত জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ওপর ব্যাপক কনভেনশন গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি ব্রিকস সদস্যরা জাতিসংঘকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। ঘোষণায় মধ্যপ্রাচ্য ও ইউক্রেনসহ বৈশ্বিক সংঘাতের ওপরও আলোকপাত করা হয়।

ঘোষণায় বলা হয়েছে, ‘বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতা বৃদ্ধি এবং অব্যাহত সশস্ত্র সংঘাতের বিষয়ে আমরা উদ্বিগ্ন’। ব্রিকস নেতারা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্রিকস নেতারা গাজা উপত্যকায় চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্ত শত্রুতা বন্ধ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ ১৯৬৭ সালের জুনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করেন এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে প্রতি সমর্থন প্রকাশ করেন। সদস্য রাষ্ট্রগুলোও ইউক্রেনের সংকটের বিষয়ে জাতীয় অবস্থান পুনর্ব্যক্ত করে কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে ‘প্রশংসার সঙ্গে প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর করেছে’।

ব্রিকস নেতৃবৃন্দ বৈশ্বিক অর্থনীতিতে অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরূপ প্রভাবের বিষয়ে আরও গভীর উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন যে এটি নেতিবাচকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তি, খাদ্য নিরাপত্তা প্রভাবিত করে এবং দারিদ্র্য বাড়িয়ে তোলে। ব্রিকস সদস্যরা মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মহাকাশ নিরাপত্তা নিশ্চিতে একটি দলিল তৈরির আহ্বান জানান।

বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা জোরদার করতে এবং সকলের জন্য ন্যায়সঙ্গত অবস্থা নিশ্চিত করতে পরিকল্পিত বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ প্রবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিকস সদস্যরা বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর অবদান বাড়াতে ব্রেটন উডস প্রতিষ্ঠানের সংস্কারের আহ্বান জানিয়েছেন। তারা একটি নতুন ব্রিকস বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছেন, যা ব্রিকস দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোতে বিনিয়োগের প্রবাহ বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিদ্যমান প্রাতিষ্ঠানিক অবকাঠামো ব্যবহার করবে।

ব্রিকস নেতৃবৃন্দ বর্তমান আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান যাতে এটি ‹বৈশ্বিক আর্থিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে পারে এবং আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরা ব্রিকস সম্মেলনের একটি সীমিত-ফরমেট বৈঠকে যোগ দেন।
বৈঠকের আগে ব্রিকস দেশগুলোর প্রতিনিধিদলের প্রধানরা একটি অফিসিয়াল ছবির জন্য পোজ দেন। সভাটি একটি বর্ধিত বিন্যাসে অনুষ্ঠিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।
সন্ধ্যায় ব্রিকস শীর্ষ সম্মেলনের সম্মানে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে। সদস্য দেশগুলোও একটি ব্রিকস শস্য বিনিময় গড়ে তোলার বিষয়ে রাশিয়ার প্রস্তাবকে সমর্থন করে যোগ করে যে ট্রেডিং প্ল্যাটফর্মটি পরবর্তীতে অন্যান্য কৃষি খাতকে অন্তর্ভুক্ত করতে সম্প্রসারণ করা যেতে পারে। সূত্র : এএফপি ও রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

সাহিত্যসমাজে অবক্ষয়

সাহিত্যসমাজে অবক্ষয়

যৌতুক

যৌতুক

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

মানুষের বিবর্তন

মানুষের বিবর্তন

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ