ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ হিজবুল্লাহর
০৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইসরাইলে রোববার দিনভর রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্তত ১৩০টি রকেট ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইসরাইলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম টাইম্স অফ ইসরাইল।
রকেট এবং ড্রোন হামলায় শনিবার উত্তর ইসরাইলে আহত হয়েছেন অন্তত ১৯ জন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, আহতের সংখ্যা আরও বেশি। মধ্য ইসরাইলের টিরা শহরে একটি বাড়ির উপর রকেট গিয়ে পড়ে। রাজধানী তেল আভিভ থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই শহরে বেশ কয়েক জন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইলি বাহিনীর তথ্য অনুযায়ী, রকেট ছাড়াও শনিবার ১০টি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল তাদের দিকে। তার মধ্যে লেবানন থেকে উড়ে এসেছিল ছ’টি এবং ইরাক থেকে এসেছিল তিনটি ড্রোন। একটি ড্রোনের উৎস জানা যায়নি। এগুলির মধ্যে সাতটি ড্রোনই আটকে দেয় ইসরাইলি সেনা। তবে টিরা শহরে রকেট হামলা ঠেকানো গেল না কেন, কোথায় প্রযুক্তি ব্যর্থ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
টিরা শহরে রকেট হামলা এবং ক্ষতিগ্রস্ত ভবনটির ভিডিও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় সমাজমাধ্যমে পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে, হামলার অভিঘাতে বাড়িটি ভেঙে পড়েছে। ভিতর থেকে ধোঁয়া এবং আগুন বেরোচ্ছে। উদ্ধারকারী দল ছোটাছুটি করছে ঘটনাস্থলে। হিজবুল্লা এই হামলার নেপথ্যে রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইসরাইলের। সেই যুদ্ধ এখনও চলছে। প্রথম থেকেই যুদ্ধে হামাসকে সমর্থন করেছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লা। তাই ইসরাইলও তার জবাব দিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে।
এদিকে, অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৭৪ জন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরো ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে বলে রোববার এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া
মৃত্যুর আগে ৭২ ঘন্টা কিছুই খাননি হামাস নেতা সিনওয়ার
যানজটমুক্ত কক্সবাজার শহর গড়তে জেলা পুলিশ প্রশিক্ষণ দিচ্ছে ড্রাইভারদের
ইসিকে সরকারের ৯ সতর্কতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত
কী কারণে স্যোশাল ইসলামী ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য
মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!
সঞ্চয়পত্র থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, যা বলছেন নেটিজেনরা
'মিডিয়ায় মাফিয়া তাপসের উত্থান এবং হেরেমখান বৃত্তান্ত'
স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার
ট্রাম্পকে সমর্থন জানালেন মার্কিন পডকাস্টার জো রোগান