পরমাণু অস্ত্র ব্যবহারে সম্মতি পুতিনের
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হলো। এক হাজার দিন পরেও বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে। এখনো কিয়েভে মাঝে মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্টের চেয়ারে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে জো বাইডেন রাশিয়ার ভিতরে মার্কিন রকেট হামলা করার অনুমতি দিয়ে ইউক্রেনকে আরও উস্কে দিয়েছেন। আর রাশিয়া হুমকি দিয়েছে, এরকম আক্রমণ হলে তার উপযুক্ত ও কড়া জবাব দেয়া হবে।
তবে ট্রাম্প হোয়াইট হাউসে এসে এই নীতির পরিবর্তন করতে পারেন। সমর-বিশেষজ্ঞরা বলছেন, শুধু এই পদক্ষেপ নিলে ৩৩ মাস ধরে চলা যুদ্ধের গতিপ্রকৃতির বদল হবে না। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বাইরের দেশে আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। এর ফলে সামরিক দিক থেকে কার কত ক্ষতি হয়েছে তা গোপন রাখা হয়েছে। গোযেন্দাদের তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা দেশগুলি যে হিসাব করেছে, তাতে এক দেশের হিসাবের সঙ্গে অন্য দেশের হিসাবের প্রচুর ফারাক রয়েছে। তবে সব রিপোর্টই বলছে, দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ হতাহত হয়েছে।
এদিকে, রুশ-ইউক্রেন যুদ্ধের হাজারতম দিনেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গিয়েছে। শত্রু দেশের বিরুদ্ধে রাশিয়ার সেনাকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন ভøাদিমির পুতিন। গতকালই এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট। এ ঘটনায় অশনিসঙ্কেত দেখছেন কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে, ইউক্রেন যদি কোনও কারণে রুশ ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে পাল্টা জবাব দিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। আর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। মার্কিন প্রেসিডেন্টের আসন থেকে বিদায় নেয়ার আগেই জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। আর ওই খবর জানাজানি হতেই মস্কোর তরফে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেয়া হবে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত অশান্তির আগুনে ঘি ঢালছে।
কুর্সি থেকে গলা ধাক্কা খাওয়ার কয়েকদিন আগেই কেন ব্ইাডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন তা নিয়ে নানা জল্পনা চলছে। হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটে বাইডেনকে কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘ট্রাম্পের দায়িত্ব নেয়ার আগেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন বিদায়ী প্রেসিডেন্ট।’
বাইডেনের সিদ্ধান্ত শান্তি আলোচনায় বাধা দেয় : স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা চালানোর সিদ্ধান্ত উত্তেজনার একটি ‘অভূতপূর্ব বৃদ্ধি’ এবং ইউক্রেনের শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করে। ‘এটি উত্তেজনার একটি অভূতপূর্ব বৃদ্ধি, এমন একটি সিদ্ধান্ত যা যেকোনো শান্তি আলোচনা শুরুর আশাকে বাধা দেয় এবং ইউক্রেনে স্লাভদের পারস্পরিক হত্যাকাণ্ডের অবসান ঘটাতে পারে,’ রয়টার্সকে ফিকো বলেছে। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, তিনি মার্কিন প্রশাসনের সাথে একমত নন। ‘যারা মার্কিন প্রেসিডেন্ট (জো) বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন করে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পক্ষে,’ ফিকো যোগ করেছেন।
ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত বদলাবে না জার্মানি : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানিয়েছেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া হচ্ছে না। এই বিষয়ে সিদ্ধান্ত বদল করছে না জার্মানি। ব্রাজিলে জি২০ শীর্ষবৈঠকের সাইডলাইনে শলৎস জানিয়েছেন, জার্মানি মনে করে ইউক্রেনের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু তারা বিচক্ষণতার সঙ্গে সেই কাজ করতে চায়। শলৎস বলেছেন, ‘আমরা এখনো পর্যন্ত যে অস্ত্র দিয়েছি, তা রাশিয়ার গভীরে গিয়ে আঘাত করতে পারবে না।’ গত শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস প্রায় দুই বছর পর পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারপরই জেলেনস্কি বলেছেন, রাশিয়ার নেতা একঘরে হয়ে ছিলেন। এই ফেনের ফলে তার সেই দশা কিছুটা হলেও কমলো। জেলেনস্কি সবাইকে সাবধান করে দিয়ে বলেছেন, প্রকৃত শান্তি দরকার। কিন্তু এক হাজার দিন পরেও প্রশ্ন হলো, সেই শান্তি কীভাবে আসবে? সূত্র : রয়টার্স, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
মোহাম্মদ জহিরুল কবিরের শেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান : জেলা পুলিশের শুভেচ্ছা
‘নবী মোহাম্মদকে সম্মানের জন্য কোনও ধর্ম বাধা নয়’, স্বরার গলায় ইসলামের জয়গান
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে
এবার বখাটে চরিত্রে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা শামীম সরকার
দুর্নীতির অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ
আসামি ‘পুলিশ কর্মকর্তাদের’ গ্রেফতারে উদ্যোগ নেই
যশোরে ফ্লাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে
আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন
সিলেট ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায়, দুই ইউএনওকে অপসারণের দাবী
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বিদেশে পাঠানোর নামে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর প্রতারণা
উত্তরা মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ: নাজমুল হাসান
মেজর জলিলের সমাধিতে জাগপা’র শ্রদ্ধা