পাঁচ মুসলিমকে গুলি করে হত্যা
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
একটি মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে উত্তাল উত্তরপ্রদেশের সম্ভল। বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালালে ৫ মুসলমানের মৃত্যু হয়। গোটা ঘটনার জন্য যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব। তার অভিযোগ, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই ওই মসজিদে সমীক্ষক দলকে পাঠানো হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে এই হামলায় ২০ পুলিশকর্মী আহত, ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে সম্ভলে মুঘল আমলে তৈরি একটি মসজিদে সমীক্ষা করতে গেছিলেন কোর্ট নিযুক্ত সমীক্ষাক দল। তখনই এই গোলমাল শুরু হয়। গত মঙ্গলবার আদালত এই মসজিদে সমীক্ষা করার নির্দেশ দেয়। কারণ, স্থানীয় আদালতে বিষ্ণু শঙ্কর জৈন-সহ ছয়জন আবেদন জানিয়ে বলেছিলেন, ১৫২৯ সালে একটি হিন্দু মন্দির ভেঙে মসজিদটি তৈরি হয়েছিল। তারপরই আদালত ওই সমীক্ষার নির্দেশ দেয়।
রোববার সমীক্ষা করার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার রমেশ রাঘব, জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া, পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণয়ানন্দ ও অন্যরা সমীক্ষা করার জন্য মসজিদে পৌঁছান। তারা কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বাইরে প্রচুর মানুষ জড়ো হয়ে যান। তারা স্লোগান দিতে শুরু করেন। মোরাদাবাদের ডিভিশনাল কমিশনার এ কে সিং বলেছেন, ‘উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তারপর বিক্ষোভকারীদের সরাতে পুলিশ মৃদু শক্তিপ্রয়োগ করে। কিন্তু কিছু মানুষ আগুন ধরানো ও সহিংসতা শুরু করে দেন। ফলে পরিস্থিতি খারাপ হয়।’
এ কে সিং জানিয়েছেন, ‘দুই-তিন হাজার মানুষ মসজিদের সামনে জড়ো হয়েছিলেন। সমীক্ষা শেষ হওয়ার পর তারা আবার পাথর ছুঁড়তে শুরু করে। অন্য এক দল গাড়ি পোড়াতে শুরু করে। গুলি চলে।’ তার দাবি, ‘দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। একটি গুলি পুলিশের পিআরও-র পায়ে লেগেছে। কারা গুলি চালিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ শাহি মসজিদ কমিটির প্রধান জাফর আলি জানিয়েছেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ শূন্যে গুলি চালায়।’ তিনি বলেছেন, সমীক্ষার কাজ দুই ঘণ্টা ধরে শান্তিতেই চলেছে। ইতিমধ্যে একটা গুজবের কারণে মসজিদের বাইরে প্রচুর মানুষ চলে আসেন এবং পাথর ছুঁড়তে থাকেন। কিছু গাড়িতে আগুন ধরানো হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং শূন্যে গুলি চালায়।
রোববারই গুলি লেগে তিনজনের মৃত্যু হয়েছিল। তাদের নাম নঈম, বিলাল ও নোমান। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার আরো দুই জন মারা গেছেন। সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, পুলিশের গুলিতে মৃত্যু হয়নি। কিন্তু জমিয়ত উলেমা হিন্দ (মাহমুদ মাদানিঃ) নেতা হাফিজ শাহিদ দাবি করেছেন, ‘পুলিশ লাঠি চালাতে শুরু করলে পরিস্থিতি খারাপ হয়। বিক্ষোভরাও পাথর ছুড়তে থাকে। তারপর পুলিশ গুলি চালায়।’ এ কে সিং বলেছেন, ‘পুলিশ গুলি চালায়নি। তারা রবার বুলেট ছুঁড়েছে। কারো কাছে পুলিশের গুলি চালানোর কোনো প্রমাণ থাকলে তিনি সেটা দিন।’
সমাজাবদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপি যে বেনিয়ম করেছে, তার থেকে মানুষের চোখ অন্যদিকে ফেরাতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।’ তিনি লখনউতে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘নির্বাচনের আলোচনা নিয়ে বানচাল করতেই রোববার সমীক্ষক দল পাঠানো হলো। সম্ভলে যা হয়েছে, তা বিজেপি-র পরিকল্পনামতো হয়েছে।’ কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ‘যোগী আদিত্যনাথ বলেছেন, আবার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি তাদের অশ্রদ্ধা স্পষ্ট করে দিলো। এখানে বিজেপি-র একমাত্র লক্ষ্য ছিলো, সম্প্রীতির পরিবেশ নষ্ট করা।’ বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্যের মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় বলেছেন, ‘আদালতের নির্দেশে এই সমীক্ষা হয়েছে। আদালতের নির্দেশ মানা উচিত ছিলো। আদালতের নির্দেশ ভাঙাটা বড় অপরাধ। সকলকেই আইন ও শৃঙ্খলা মানতে হয়।’
পুলিশ তাদের এফআইআরে সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান বুর্ক ও স্থানীয় বিধায়ক ইকবাল মেহমুদের ছেলে শোয়েব ইকবালের নাম উল্লেখ করেছে। অখিলেশের নেতৃত্বে সমাজবাদী পার্টির প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করে এই বিষয়ে নালিশ জানিয়েছেন। সমাজবাদী পার্টি বিষয়টি সংসদে তুলতে চায়। সূত্র : ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত