গাজা পরিচালনায় যৌথ কমিটি গঠনে রাজি ফাতাহ ও হামাস
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ এএম
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) ফাতাহ দল যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠনের জন্য একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত আলোচনার পর উভয় পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, কমিটিতে ১০ থেকে ১৫ জন নিরপেক্ষ ব্যক্তিত্ব থাকবেন। যারা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করবেন। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমোদন পাওয়ার পরই এটি কার্যকর হবে বলে জানা গেছে। ইসরাইল এই পরিকল্পনায় সম্মত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। দেশটি হামাসের নেতৃত্বে গাজা পরিচালনার বিষয়ে আপত্তি জানিয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপরও গাজা শাসনের ক্ষেত্রে আস্থা রাখেনি। মিসরের মধ্যস্থতায় কায়রো আলোচনায় গাজা-মিসর সীমান্তে রাফাহ ক্রসিং পরিচালনায় এই কমিটিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। রাফাহ ক্রসিং বর্তমানে গাজার একমাত্র সীমান্ত, যা ইসরাইলের সঙ্গে যুক্ত নয়। মানবিক সহায়তা প্রবেশের গুরুত্বপূর্ণ এই পথটি মে মাসে ইসরাইলের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে। মিসরীয় কর্তৃপক্ষ ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করতে অস্বীকৃতি জানায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ওপর আক্রমণ চালালে সংঘর্ষ শুরু হয়। এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস হাজারো সশস্ত্র সদস্য দিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলে তা-ব চালায় এবং ২৫১ জনকে অপহরণ করে। ইসরাইলের প্রতিক্রিয়ায় হামাসকে গাজা শাসন থেকে উৎখাত এবং অপহৃতদের মুক্তির লক্ষ্যে সামরিক অভিযান শুরু হয়। লন্ডনভিত্তিক আল-আরাবি আল-জাদিদ সংবাদমাধ্যম জানায়, এই পরিকল্পনায় গাজায় একটি প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এই কমিটি পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি সরকারের অধীনে কাজ করবে। খসড়া দলিল অনুযায়ী, কমিটি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনের ঐক্য সংরক্ষণ এবং গাজার সঙ্গে অন্যান্য ফিলিস্তিনি ভূখ-ের যোগাযোগ বৃদ্ধি নিশ্চিত করবে। এটি নির্বাচন অথবা নতুন কোনও জাতীয় ঐকমত্যের মাধ্যমে এর কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছিলেন, ফাতাহ ও হামাসের প্রতিনিধিরা গাজাকে ফাতাহ-নেতৃত্বাধীন পিএ’র পূর্ণ নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা করছেন। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস এবং ফাতাহর মধ্যে সম্পর্ক ক্রমাগত তিক্ত হয়েছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়