গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
দখলদার ইসরাইল ও হামাসের মধ্যে রবিবার যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন গাজায় ৬০০টি ট্রাক প্রবেশ করবে। এর মধ্যে ৫০টি থাকবে জ্বালানিবোঝাই ট্রাক। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন গাজার যুদ্ধবিরতির এই চুক্তি অনুয়ায়ী প্রতিদিন গাজায় ৬০০টি ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে, যার মধ্যে ৫০টি ট্রাকে থাকবে জ্বালানি। আলোচিত যুদ্ধবিরতি রবিবার সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে। মিসরের রাফাহ সীমান্তে ইতোমধ্যে শত শত ট্রাক লাইন ধরে প্রস্তুত রয়েছে। এই সীমান্তটি আগে থেকে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে গত বছরের মে মাসে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এটি বন্ধ ছিল। আবদেলআত্তি বলেন, আমরা আশা করছি প্রতিদিন ৩০০টি ট্রাক গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করবে। গাজার এই অংশে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন, যাদের মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই অঞ্চলের পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই চুক্তি শুধুমাত্র মানবিক সাহায্যের প্রবাহ বাড়াবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে। রবিবার ভোরে আরব নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজার রাফাহ অঞ্চল থেকে মিসর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের দিকে তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কব্জায় থাকা ৩৩ জিম্মিকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। রবিবার বিকেলে ছাড়া পাবে ৩৩ ইসরাইলি জিম্মি। এর বিনিময়ে ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ৭৩৭ ফিলিস্তিনিদের মধ্যে থেকে প্রথম দফায় রবিবার ছাড়া পাবেন ৯৫ জন ফিলিস্তিনি। তিনটি ধাপে অন্তর্ভুক্ত যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের তথা ৪২ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়কালে ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। যাদের মধ্যে নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সি পুরুষ রয়েছেন। অন্যদিকে ইসরাইলের কারাগারে থাকা ৭৩৭ জন ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলের বিচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরাইল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী