চমক দিয়েই যাত্রা শুরু ট্রাম্পের
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথগ্রহণ অনুষ্ঠানটিতে দেশটির নতুন বা পুনর্র্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান থেকে কিছু ভিন্নতা দেখা যাবে। মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়ে থাকে। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথগ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পরিচালনায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে ৪৮ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৫ হাজার সুরক্ষাকর্মী ও ৮ হাজার ন্যাশনাল গার্ড এবং ৪ হাজার পুলিশ কর্মকর্তা। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভ্যান্সও। নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ গ্রহণের প্রথম দিনই একাধিক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে গণনির্বাসন কর্মসূচি এবং তেল উত্তোলন বৃদ্ধির প্রতিশ্রুতি।
আজ তার শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সঙ্গে আয়োজিত হবে একাধিক ইভেন্ট। যেখানে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা)। এদিন ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভান্স। তবে তাদের সঙ্গে আলাদাভাবে নৈশভোজ করা যাবে। আর নৈশভোজে থাকার জন্যে পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ১২.১৪ কোটি টাকা। এছাড়াও রয়েছে ৫ লাখ, আড়াই লাখ, ১ লাখ, ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫.৯৬ কোটি টাকা, ২.৯৮ কোটি টাকা, ১.১৯ কোটি টাকা এবং ৬০ লাখ টাকা) মূল্যের টিকিটও।
তবে নৈশভোজের টিকিটের এত মূল্য হওয়ার কারণ অর্থ সংগ্রহ। সংগৃহীত অর্থ নির্দিষ্ট তহবিলে জমা হবে। আর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করতে হলে অন্তত দু’টি টিকিট কিনতে হবে। ইতোমধ্যেই টিকিট কেটে ফেলেছেন অনেকেই।
এদিকে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। বইতে পারে শৈত্যপ্রবাহ। তাই যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির না সৃষ্টি হয়, তাই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভিতরে আয়োজন করা হয়েছে। আর ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান দেখার জন্যে ইতোমধ্যেই ২ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু ৭০০-র বেশি মানুষ অনুষ্ঠান কক্ষে ঢুকতে পারবেন না। তাই প্রথম ৭০০ জন অনুষ্ঠানে যোগ দেবেন আর বাকিরা বাইরের স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। শপথগ্রহণ শেষে তাদেরও দেখা দেবেন ট্রাম্প।
জানা গেছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন বিলিয়নেয়ার ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ। এছাড়াও টিকটকের প্রধান শউ চিউ-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের খুব ভাল সম্পর্ক রয়েছে। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু ২০২০ সালে ট্রাম্পকে পরাজিত করে বাইডেনের শপথ গ্রহণে ট্রাম্প উপস্থিত ছিলেন না।
এছাড়াও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং তাদের স্ত্রীরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প যাকে পরাজিত করেছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প মুষ্টিমেয় কিছু বিদেশি রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ পাঠিয়েছেন। যাদের মধ্যে আছেন ডানপন্থী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং চীনের শি জিনপিংও।
এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড এবং লি গ্রিনউডের মতো জনপ্রিয় মার্কিন শিল্পীরা। এছাড়া ‘ওয়াই.এম.সি.এ.’ গানে পারফর্ম করবেন ভিলেজ পিপল। গান গাইবেন কিড রক এবং বিলি রে সাইরাসও। ডোনাল্ড ট্রাম্প আজ রাতে তিনটি অফিসিয়াল গালায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আরো এক ডজনেরও বেশি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার