বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা ঘিরে বিতর্ক
০৮ মার্চ ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৮ এএম

ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশ রুখতে মরিয়া ঋষি সুনাক। তার পরিষ্কার ঘোষণা, কোনও অবৈধ অভিবাসীর স্থান হবে না সেদেশে। তাদের ব্রিটেন থেকে বের করে দেয়া হবে। এবং তারা শরণার্থী হওয়ার আবেদনও করতে পারবেন না। সুনাকের এ নতুন পরিকল্পনা ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে।
ঠিক কী বলেছেন ঋষি? তার কথায়, ‘কেউ এখানে বেআইনি ভাবে প্রবেশ করে থাকলে আপনারা আশ্রয় পাবেন না। আধুনিক দাসত্ব সুরক্ষার অন্তর্গত হতে পারবেন না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারবেন না। এখানে থাকতেই পারবেন না। যারা অবৈধ ভাবে এখানে প্রবেশ করেছেন তাদের আটক করে কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে দেয়া হবে। হয় তাদের নিজেদের দেশে অথবা কোনও নিরাপদ তৃতীয় দেশে।’
স্বাভাবিক ভাবেই ঋষির এমন ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে এখনও পর্যন্ত যা আইন তাতে অবৈধ অভিবাসীরা শরণার্থী হওয়ার আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমানে যে হারে সেখানে শরণার্থী বাড়ছে তা উদ্বেগ তৈরি করেছে।
গত বছর ছোট ছোট নৌকা করে ৪৫ হাজারেরও বেশি শরণার্থী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রবেশ করেছিলেন। ২০১৮ সাল থেকে এই সংখ্যা ক্রমেই বাড়ছে বার্ষিক ৬০ শতাংশ হারে। এদিকে ব্রিটেনের অর্থনীতি কার্যতই ধুঁকছে। এ পরিস্থিতিতে এমন ঘোষণা করতে দেখা গেল প্রধানমন্ত্রী ঋষিকে। সূত্র: ডেইলি মেইল।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন