ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করল বেলুচিস্তান হাইকোর্ট

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১০ মার্চ ২০২৩, ০৭:৪১ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:২১ এএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা দু’সপ্তাহের জন্য স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট।
শুক্রবার মামলার শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন বিচারপতি জহির উদ্দিন কাকা।
জানা যায়, কোয়েটার একটি স্থানীয় আদালত গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানির মামলায় পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলার খারিজের জন্য পিটিআই প্রধানের পক্ষে আবেদন করেন ইনসাফ লয়ার্স ফোরামের (আইএসএফ) ইকবাল শাহ। এরপর আজ শুক্রবার ওই মামলার শুনানি শেষে বিচারপতি জহির উদ্দিন কাকার গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেন। সূত্র : দ্য নিউজ


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন