৮০ কোটি রুপিতে অস্কার কিনেছেন রাজামৌলি! বিস্ফোরক অভিযোগ
১৪ মার্চ ২০২৩, ০৭:০৬ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১২:২১ পিএম

অস্কার মঞ্চে নাতু নাতুর জয়জয়কার। গোটা ভারত রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ ছবির এ গান অস্কারে সেরার শিরোপা পাওয়া উচ্ছ্বসিত। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি, ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
তবে বলে না, প্রত্যেক ভাল খবরের সঙ্গে ধেয়ে আসে কিছু খারাপ খবরও। এক্ষেত্রে অবশ্য নিন্দা। হঠাৎই গুঞ্জন উঠল বহু কোটি খরচ করে নাকি রাজামৌলি এ অস্কার কিনেছেন! হ্যাঁ, এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিনের ব্যক্তিগত মেকআপ ম্যান তথা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শান মিট্টাথুল।
শান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এতদিন ভাবতাম ভারতেই শুধু পুরস্কার কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও বিক্রি হয়! টাকা দিয়ে সব হয়।’ তবে শুধু জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট নয়, আরআরআর কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী ছবির পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ।
তার অভিযোগ ৬০০ কোটি রুপি দিয়ে বানানো ওই ছবি নাকি অস্কার প্রমোশনের জন্য খরচ করেছে আরও ৮০ কোটি রুপি। পরিচালকের কথায়, ‘ওই টাকায় আমাদের ৮ থেকে ১০ টা ছবি তৈরি হয়ে যায়। আর ওরা ওই টাকা শুধু প্রচারের জন্য ব্যয় করেছে।’ সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন