৬৩ বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, ধুঁকছে আর্জেন্টিনা
১৬ মার্চ ২০২৩, ১২:১১ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৮:১৬ এএম

গ্রীষ্মের শেষে অভূতপূর্ব তাপপ্রবাহে বিপর্যস্ত আর্জেন্টিনা। তাপমাত্রা প্রায় প্রতিদিন রেকর্ড গড়ছে। এতে শুকিয়ে যাচ্ছে ফসল, ছড়িয়ে পড়ছে দাবালন। অর্থনীতিবিদেরা বলছেন, গভীর অর্থনৈতিক সংকটে ইতোমধ্যে তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশটি।
আর্জেন্টিনায় সাধাণরত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো হেরারা বলছেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চ চলে এলেও, গরম কমার কোনও লক্ষণ নেই।
আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবা বলছে, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস (১৪ থেকে ১৮ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল।
সিএনএনকে হেরারা বলেন, ‘আর্জেন্টিনার জলবায়ুর ইতিহাসে এই স্কেলে এমন কিছু ঘটেনি। লা নিনার প্রভাবে আর্জেন্টিনায় “ঝলকানি গ্রীষ্ম” আশা করেছিলাম। এটা একটি জলবায়ু প্যাটার্ন; যা এই অঞ্চলে আরও গরম ও শুষ্ক গ্রীষ্ম নিয়ে আসে। কিন্তু যা ঘটেছে তা হতবাক করেছে।’
তিনি বলেন, ‘পাঁচ মাস এই অসহনীয় গরম সহ্য করতে হতে পারে। আসলে আমরা যা ভেবেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি।’
রাজধানী বুয়েনস আইরেসে ফেব্রুয়ারির শেষদিন থেকে প্রতিদিন ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮০ ডিগ্রি ফারেনহাইট) এর উপরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে। সারা দেশের একাধিক স্থানে মার্চে গত ৬৩ বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আর্থডেইলি অ্যানালিটিক্সের বিশ্লেষক মিকেল আত্তিয়া সিএনএনকে বলেন, ‘কর্ডোবা, সান্তা ফে এবং উত্তর বুয়েনস আইরেসের প্রধান কৃষি প্রদেশগুলোতে ভুট্টা এবং সয়াবিন ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘আর্জেন্টিনায় গত ৩০ বছরের সবচেয়ে খারাপ খরা ভুট্টা এবং সয়াবিন উৎপাদনে বিশাল প্রভাব ফেলবে। আশঙ্কা করা হচ্ছে, গত বছরের তুলনায় অন্তত ২০-৩০% কম ফসল উৎপাদন হবে।’
ক্ষতিগ্রস্ত হয়েছে গমও। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, গত বছরের তুলনায় ২০২৩ সালে রপ্তানি ২৮ শতাংশ কম হবে।
রোজারিও গ্রেনস এক্সচেঞ্জের জুলিও ক্যালজাদা রয়টার্সকে বলেন, কৃষকরা প্রায় ১৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন।
এই সংকট দেশের অর্থনৈতিক সমস্যাকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বার্ষিক মুদ্রাস্ফীতি তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ১০০ ভাগ শীর্ষে উঠেছে; যা বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হারগুলোর মধ্যে একটি।
এই অবস্থায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে দাবানল। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব আর্জেন্টিনায় এ বছর এক লাখ হেক্টর (প্রায় ২৫০,০০০ একর) বেশি পুড়ে গেছে। সূত্র: সিএনএন
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন

এসসিও বৈঠকে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে বার্তা ভারতের

ভারতে ৩০ দিনের মধ্যে ১৩০০ কোটি রুপি জরিমানা দিতে হবে গুগলকে

জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ে চীনা নাবিক নিখোঁজ

বড় ছেলেকে ক্রাউন প্রিন্স করলেন মোহাম্মদ বিন জায়েদ

২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

রাশিয়ার কাছে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সব চেয়ে বেশি

পাকিস্তানে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করল পার্লামেন্ট

সেই ইউটিউব চ্যানেলটি নিষিদ্ধ করল ভারত

প্রথম কোচ হিসবে ইপিএলের হল অব ফেমে ফার্গসুন-ভেঙ্গার

মোদি-আদানি সমালোচকদের ওপর প্রতিশোধের খড়গ

বেকার ২৬ লাখ ৩০ হাজার

জকিগঞ্জে সড়ক নিয়ে বিরোধের জেরে নিহত ১

জমি পরিষেবায় জনগণকে হয়রানি করা যাবে না : প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়

নির্দলীয় সরকার না হলে জনগণই সিদ্ধান্ত নেবে

ডিএনসিসির খালগুলোর টেকসই উন্নয়নে সহযোগিতায় আগ্রহী কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দুর্বল

বিজিএমইএ’র চিঠি পিটার হাসকে

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা

সম্পাদক পরিষদের উদ্বেগ প্রকাশ