ভেঙে পড়া মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ মার্চ ২০২৩, ০২:১৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

কৃষ্ণসাগরে নজরদারি চালানোর সময় ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া। বুধবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের তৎপরতায় কৃষ্ণসাগরে মার্কিন ড্রোনটি ভেঙে পড়ে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে অংশ নিতে গেলে রুশ যুদ্ধবিমানের প্রপেলারের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রোনটি। পরে তারা সেটি ভূপাতিত করতে বাধ্য হয়। রাশিয়ার এ পদক্ষেপ ‘অনিরাপদ ও অপেশাদার’। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেন, ‘আমি জানি না, আমরা শেষ পর্যন্ত এ কাজে সফল হব কি না। তবে আমরা কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজব।’ এ সময় নিকোলাই পাত্রুশেভ অভিযোগ জানিয়ে বলেন, কৃষ্ণসাগরে মার্কিন নজরদারি ড্রোনের উপস্থিতি এটাই প্রমাণ করে যে চলমান যুদ্ধে (ইউক্রেন যুদ্ধ) যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রও ড্রোনটির অবস্থান শনাক্ত করতে চায়। এটি কখনো উদ্ধার করা সম্ভব না হতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে কিরবি বলেন, রাশিয়া যদি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারও করে তাহলেও তারা যাতে এটা থেকে খুব বেশি গোয়েন্দা তথ্য পেতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পূর্বপ্রস্তুতি নিচ্ছে। এবিসি নিউজের আমেরিকা’স মর্নিং নিউজ প্রোগ্রামে কিরবি বলেন, ড্রোনটি অনেক গভীর পানিতে পড়ায় এটি উদ্ধার করা কঠিন এবং চ্যালেঞ্জিং হবে।

ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের সঙ্গে আগে থেকেই রাশিয়ার উত্তেজনার মধ্যে ঘি ঢেলেছে মার্কিন ড্রোন বিধ্বস্তের এ ঘটনা। বিবিসি জানায়, ইউক্রেইনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নজরদারি বিমান মিশন জোরদার করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

 


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন