জলসীমা নিয়ে জাপানকে পাল্টা জবাব চীনের
১৮ মার্চ ২০২৩, ০১:১৮ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৯:০৯ এএম

পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে জাপানের দাবির পাল্টা জবাব দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জলসীমা নিয়ে জাপানের পদক্ষেপকে চীনা সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, চীনা উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো আইন অনুসারে ঘটনাস্থলে আইন প্রয়োগ করেছে। এটি চীনা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি বৈধ পদক্ষেপ।
জাপানের উপকূলরক্ষী বাহিনী অভিযোগ করেছে চীনা উপকূলরক্ষী জাহাজগুলো বিতর্কিত পূর্ব চীন সাগরের দ্বীপের আশেপাশে জাপানের আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করেছে-এ বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াং ওই মন্তব্য করেন।
চীন ও জাপান দুটি দেশই এই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে। যেটি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এক ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আছে। বিতর্কিত এই দ্বীপগুলোকে চীন বলে ‘দিয়াউ’ আর জাপান ‘সেনকাকু’ বলে থাকে।
চীনের উপকূলরক্ষী বাহিনী বুধবার বলেছে, তারা চীনের ভূখণ্ডের জলসীমায় জাপানি জাহাজের অনুপ্রবেশ মোকাবিলা করতে বিতর্কিত পূর্ব চীন সাগরের দ্বীপের চারপাশের জলসীমায় প্রবেশ করেছে।
চীনের মেরিন পুলিশের মুখপাত্র গ্যান ইউ এক বিবৃতিতে বলেছেন, উপকূলরক্ষী জাহাজগুলো ‘স্বাভাবিক অধিকার সুরক্ষা টহলের’ এর জন্য দিয়াউয়ের জলসীমায় প্রবেশ করেছে এবং এটিকে ‘নিত্যনৈমিত্তিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি।
এটিকে চীনের আঞ্চলিক জলসীমায় জাপানি পক্ষের একটি ইয়ট এবং বেশ কয়েকটি টহল জাহাজের অনুপ্রবেশের একটি শক্তিশালী পাল্টা ব্যবস্থা হিসেবে মন্তব্য করলেও স্পষ্ট করে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি গ্যান।
চীনের উপকূলরক্ষী বাহিনী জানুয়ারির শেষের দিকে বলেছিল, শিনসেই মারু এবং অন্য চারটি জাপানি জাহাজ অবৈধভাবে দিয়াউ দ্বীপের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল, তবে চীনা উপকূলরক্ষীরা জাহাজগুলো তাড়িয়ে দেয়। সূত্র : রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন