সন্ত্রাসী হামলায় পাকিস্তানে সামরিক বাহিনীর ব্রিগেডিয়ারসহ নিহত ৫

Daily Inqilab অনলাইন ডেস্ক

২২ মার্চ ২০২৩, ০১:২০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৪ পিএম

ব্রিগেডিয়ার বারকি আঙ্গুর আদা থেকে ওয়ানার দিকে যাওয়ার পথে আফগান সীমান্তের কাছে খামরাং এলাকায় হামলার শিকার হয় তার দল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হওয়া এই হামলায় তার চালকও প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এছাড়া ব্রিগেডিয়ার বারকির পরিবারও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা যায়, পাকিস্তানে সন্ত্রাসী হামলায় জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তাসহ ৫ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার পদবীর এক কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং ডেরা ইসমাইল খানে পৃথক দুই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো পাকিস্তানের ওই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর উচ্চপদে দায়িত্বরত ছিলেন তিনি।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতি বলেছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেওয়ার সময় ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকি নিহত হয়েছেন। এসময় আরও সাত সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আইএসপিআর বলেছে, ব্রিগেডিয়ার বারকি ও তার দল হামলার মুখে পড়ার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং মাতৃভূমির শান্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য দৃঢ় অঙ্গীকার পুনঃনিশ্চিত করেছে।

এর আগে হামলার পৃথক ঘটনায় পাকিস্তানে আরও তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তবে এর আগেই তারা ডেরা ইসমাইল খানে তিন সন্ত্রাসীকে হত্যা করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আইএসপিআর-এর মতে, রাতের আঁধারে সন্ত্রাসীরা খুট্টির একটি পুলিশ চৌকিতে হামলা করে। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে, রাস্তা অবরোধ করে সন্ত্রাসীদের আটক করে। তীব্র গুলি বিনিময়ের পর তিন সন্ত্রাসীকে হত্যা করা হয় এবং তাদের হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

গুলি বিনিময়ের সময় লোধরানের বাসিন্দা হাভালদার মোহাম্মদ আজহার ইকবাল (৪২), খানওয়ালের বাসিন্দা নায়েক মোহাম্মদ আসাদ (৩৪) এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের বাসিন্দা সিপাহী মোহাম্মদ এসা (২২) বীরত্বের সাথে লড়াই করে নিহত হন। আহত এক পুলিশ কর্মকর্তাকে ডিআই খান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, ওই এলাকায় কোনও সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

দ্য ডন বলছে, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার অভিযান অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা বাহিনী গত তিন মাসে অন্তত ১৪২ জঙ্গিকে হত্যা করেছে। এই সময়ের মধ্যে সারাদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকির মৃত্যুতে শোক প্রকাশ তরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘ব্রিগেডিয়ার মো. মোস্তফা কামাল বারকি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন জানতে পেরে দুঃখিত। আমার সমবেদনা এবং প্রার্থনা তার পরিবারের সাথে আছে।’


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরশিালে গোপন বঠৈকরে অভযিোগে জামাতরে ৫ জন আটক

বরশিালে গোপন বঠৈকরে অভযিোগে জামাতরে ৫ জন আটক

রাত ৮টায় বন্ধ হয়ে যাচ্ছে বরিশাল সিটির নির্বচনী প্রচারনা

রাত ৮টায় বন্ধ হয়ে যাচ্ছে বরিশাল সিটির নির্বচনী প্রচারনা

ঈদ উপলক্ষ্যে ১ কোটি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন

ঈদ উপলক্ষ্যে ১ কোটি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

বৃষ্টিতে ভিজেই সমাবেশ ও মিছিল করলো শ্রমিক দল

বৃষ্টিতে ভিজেই সমাবেশ ও মিছিল করলো শ্রমিক দল

কোরবানির জন্য প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

কোরবানির জন্য প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

আগারগাঁও থেকেই খুলনা-বরিশাল সিটিতে নজর রাখবে ইসি

আগারগাঁও থেকেই খুলনা-বরিশাল সিটিতে নজর রাখবে ইসি

কাল উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

কাল উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, পাঁচ বছরে বাড়বে ‘দ্বিগুণ’ : গবেষণা

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, পাঁচ বছরে বাড়বে ‘দ্বিগুণ’ : গবেষণা

প্রায় তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

প্রায় তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

মেঘলা দিনেও দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

মেঘলা দিনেও দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ভারতে প্রথমবার চালু হলো শুধুমাত্র নারীদের হজ ফ্লাইট

ভারতে প্রথমবার চালু হলো শুধুমাত্র নারীদের হজ ফ্লাইট

আসছে ‘জলি এলএলবি ৩, লড়াই হবে অক্ষয় ও আরশাদের

আসছে ‘জলি এলএলবি ৩, লড়াই হবে অক্ষয় ও আরশাদের

প্রথমবার এক ফ্রেমে মোশাররফ, চঞ্চল ও আফরান নিশো

প্রথমবার এক ফ্রেমে মোশাররফ, চঞ্চল ও আফরান নিশো

ভূঁইফোড় সাংবাদিকদের যন্ত্রনায় অতিষ্ঠ গুলশানের ব্যবসায়ী সুমন, গুলশান থানায় অভিযোগ

ভূঁইফোড় সাংবাদিকদের যন্ত্রনায় অতিষ্ঠ গুলশানের ব্যবসায়ী সুমন, গুলশান থানায় অভিযোগ

অভিষেকেই বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ব্যাটার

অভিষেকেই বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ব্যাটার