মার্কিন কংগ্রেসে কঠিন জেরা, যা জানালেন টিকটকের প্রধান নির্বাহী
২৪ মার্চ ২০২৩, ০২:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের শুনানিতে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সেখানে সাক্ষ্য দেয়ার সময় শুরু থেকেই আইনপ্রণেতাদের কঠিন জেরার মুখে পড়েন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মাধ্যমে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, জনপ্রিয় এ অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছে দেশটি। এ কারণে অনেক মার্কিন আইনপ্রণেতাও যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে আগ্রহী। তাই টিকটকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে মার্কিন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি বৃহস্পতিবার তাকে তলব করে।
শুনানিতে এক প্রশ্নের জবাবে টিকটক অ্যাপের মাধ্যমে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শাও জি চিউ। শুধু তা-ই নয়, চীন সরকারের অনুরোধে টিকটকের কোনো তথ্য মুছে ফেলা বা প্রচারণা চালানো হয় না বলেও জানিয়েছেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ পদ্ধতি বিষয়ে শাও জি চিউ জানান, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ‘প্রজেক্ট টেক্সাস’ নামের একটি প্রকল্প রয়েছে টিকটকের। এই প্রকল্পে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে চুক্তি রয়েছে টিকটকের।
তিনি আরও যোগ করেন, টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স কোনো দেশের সরকার বা রাষ্ট্রীয় স্বত্ত্বার মালিকানাধীন বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। টিকটকের সমালোচকদের ভীতি হলো, এর যুক্তরাষ্ট্র অংশের ডেটা অ্যাপটির মাধ্যমে চীনের সরকারের কাছে চলে যায় কি না। এর ফলে, ক্রমাগত অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান আসছে মার্কিন বিভিন্ন নিয়ন্ত্রকের কাছ থেকে। টিকটক যদি নিজেদের চীনা মালিকানার অংশ না বিক্রি করে তবে এটি গোটা যুক্তরাষ্ট্রেই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে বাইডেন প্রশাসনের দেয়া হুমকির কথা গত সপ্তাহে বলেছে টিকটক। ‘নিষেধাজ্ঞা তখনই যুক্তিসঙ্গত হয় যখন কোনও বিকল্প থাকে না। তবে, আমাদের কাছে এর একটি বিকল্প উপায় আছে,’ লিখিত সাক্ষ্যে বলেন চিউ।
২০২০ সালে বাইটড্যান্সকে টিকটক থেকে আলাদা হওয়ার আহ্বান জানায় ক্ষমতাধর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ‘দ্য কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস (সিএফআইইউএস)’। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের মুখে রেখেছিলেন টিকটককে। চাপে পড়ে ২০২০ সালের শেষের দিকে ওয়ালমার্ট ও ওরাকলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করারও উদ্যোগ নেয় বাইটড্যান্স, তবে সে উদ্যোগ সফল হয়নি। ওই চুক্তি সম্পন্ন হলে টিকটকের মার্কিন ডেটা নতুন কোনো স্বত্তার কাছে চলে যেতো। পরবর্তীতে, যুক্তরাষ্ট্র থেকে টিকটক নিষিদ্ধ করার দাবি তোলা মামলায় হেরে যায় ট্রাম্প প্রশাসন।
মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে কোম্পানিটি দুই বছর ‘সিএফআইইউএস’-এর সঙ্গে আলোচনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এর জন্য টিকটক এক বিশেষ সহকারী অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, যার নাম ‘টিকটক ইউএস ডেটা সিকিউরিটি (ইউএসডিএস)’, যেখানে এখন দেড় হাজার নিয়মিত কর্মী রয়েছে। পাশাপাশি, মার্কিন ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণের জন্য ওরাকলের সঙ্গেও চুক্তি করেছে টিকটক।
‘এরইমধ্যে টিকটকের সোর্স কোড পরিদর্শন শুরু করেছে ওরাকল। আর এর অ্যালগরিদম ও ডেটা মডেলগুলোতেও তাদের প্রবেশাধিকার রয়েছে,’ সাক্ষ্যে বলেন চিও। তিনি বলেন, যখন এই প্রক্রিয়া শেষ হবে তখন ‘সকল সুরক্ষিত ডেটাই মার্কিন আইনের অধীনে ও মার্কিন নেতৃত্বাধীন সুরক্ষা দলের নিয়ন্ত্রণে চলে আসবে। এই কাঠামোর অধীনে এই ডেটায় চীনা সরকারের প্রবেশ বা প্রবেশের চেষ্টার কোনো উপায়ই থাকবে না।
কোম্পানি বলেছে, গত বছর ওরাকল ক্লাউডে নতুন করে মার্কিন ব্যবহারকারীদের ডেটা সঞ্চয় শুরু করায় তারা এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য ও সিঙ্গাপুরের বিভিন্ন ডেটা সেন্টারে মার্কিন ব্যবহারকারীদের সুরক্ষিত ডেটা মুছে ফেলতে শুরু করেছে। চিওর সাক্ষ্য অনুযায়ী, কোম্পানির অনুমান বলছে, এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে বছরের শেষ নাগাদ পর্যন্ত।
চিও বলেছেন, বর্তমানে প্ল্যাটফর্মটির গড় ব্যবহারকারী হলো এমন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যার কলেজ জীবন অনেক আগেই শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আমাদের বৈশ্বিক কমিউনিটির ১০ শতাংশ হলেও গোটা বিশ্বের সামগ্রিক ভিউয়ের ২৫ শতাংশই আসে তাদের কাছ থেকে। তিনি বলছেন, অ্যাপটির বিদ্যমান সংস্করণ মার্কিন ব্যবহারকারীদের সুনির্দিষ্ট বা আনুমানিক জিপিএস সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে না।
এদিকে, ভারত যে অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে তা কাল্পনিক বলে মন্তব্য করেছেন অ্যাপটির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ভারতের তথ্যপাচারের অভিযোগ অনুমানমূলক। আমি কোনো প্রমাণ দেখিনি। প্রসঙ্গত ভারত, ইউরোপিয়ান ইউনিয়ানের পর ব্রিটেন ও নিউ জিল্যান্ডও চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই দুই দেশ।
গত ১৬ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে টিকটক নিষিদ্ধ হওয়ার কথা করে ঋষি সুনক মন্ত্রিসভার সদস্য অলিভার ডাউডেন। নিরাপত্তার কথা ভেবে আগাম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভাষণে টিকটককে বিপজ্জনক অ্যাপ বলেও উল্লেখ করেন ব্রিটিশ মন্ত্রী। ‘এই অ্যাপের মাধ্যমে সরকারের গোপন নথি বেইজিং পাচার হাওয়ার সমুহ আশঙ্কা রয়েছে,’ ব্রিটিশ পার্লামেন্টে বলেন অলিভার ডাউডেন। সূত্র: বিবিসি নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক