একটি গাছের পরিচর্যায় খরচ ১৫ লাখ টাকা, দিনরাত পাহারা দেয় সশস্ত্র প্রহরী, কেন জানেন?
২৭ মার্চ ২০২৩, ০১:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৪ পিএম

দাগী আসামীর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা থাকে। আবার নামকরা কোনও ব্যক্তিত্বের জন্যও কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। অনেক সময় দামী কোনও জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা দেখা হয়। তবে মধ্যপ্রদেশের এক জেলায় স্রেফ একটা গাছকে পাহারা দেয় চার বন্দুকধারী। এক বছরে ওই গাছের পরিচর্যা করতে সাড়ে ১৫ লাখ টাকার বেশি খরচ করে সরকার।
বলা হচ্ছে, মধ্যপ্রদেশের সালামতপুর এলাকার বিখ্যাত বোধিবৃক্ষ সম্পর্কে। এই গাছটির জন্যই ২৪ ঘন্টা পুলিশি প্রহরার ব্যবস্থা রেখেছে মধ্যপ্রদেশ সরকার। শুধু তাই নয়, প্রতি বছর গাছটির পরিচর্যা করতে ১২ লাখ রুপি বা সাড়ে ১৫ লাখ টাকা খরচ করে সে রাজ্যের সরকার। কিন্ত কী এমন মাহাত্ম্য আছে ওই গাছের? আসলে, এই গাছটি গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত বোধিবৃক্ষের অংশবিশেষ। কথিত আছে, প্রায় আড়াই হাজার বছর আগে বুদ্ধ উত্তরভারতের একটি স্থানে একটি গাছের নীচে বসেই মোক্ষ লাভ করেছিলেন। সেই থেকেই প্রচলিত হয়ে যায়, ওই গাছের নীচে বসে একমনে প্রার্থনা করলে অবশ্যই ফলাফল মিলবে। ধীরে ধীরে গাছটির নামই হয়ে যায় ‘বোধিবৃক্ষ’।
সম্রাট অশোক তার রাজত্বকালে এ বোধিবৃক্ষের পাশে একটি মন্দিরও তৈরি করে দেন। একইসঙ্গে তখন তিনি বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মের প্রচার করছেন। সেই সূত্রেই এই বোধিবৃক্ষের একটি শাখা শ্রীলঙ্কার তৎকালীন রাজাকে উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন অশোক। ভক্তিভরে শ্রীলঙ্কার রাজধানীতে সেই গাছের ডালটিকে স্থাপন করেছিলেন তিনি। তারপর কেটেছে অনেকটা সময়। বছর দশেক আগে, অর্থাৎ ২০১২ সালের মঝামাঝি শ্রীলঙ্কা থেকে বোধিবৃক্ষের একটি শাখা নিয়ে ভারতে আসেন শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি। তিনিই মধ্যপ্রদেশের সালামতপুরের কাছে বোধিবৃক্ষের শাখাটি রোপন করেন। সেইসময় সে-রাজ্যের মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
একে তো বুদ্ধের স্মৃতিবিজড়িত গাছ। তার উপর প্রতিবেশী দেশের দেয়া উপহার। সব মিলিয়ে বোধিবৃক্ষ রাজনৈতিক ও ঐতিহাসিক দুদিক দিয়েই গুরুত্বপূর্ণ। এর পরিচর্যার কথা তো সরকারকে ভাবতেই হবে। তাই এই পাহারার ব্যবস্থা। গাছটির যেন কোনোভাবেই ক্ষতি না হয় সে ব্যাপারে কড়া নজর রাখে সে রাজ্যের সরকার। দুবেলা নিয়ম করে গাছটিতে পানি দেয়া হয়। তবে বর্তমানে গাছটি থেকে নাকি ক্রমশ পাতা ঝরে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিচর্যার গাফিলতির জেরেই এমনটা হয়েছে। যদিও এ ব্যাপারে সরকারের তরফে এখনও তেমন কিছুই কিছু জানানো হয়নি। সূত্র: ইন্ডিয়া টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

বিমানে উঠার আগে ভিসা জটিলতা কাটলো পাকিস্তান দলের

আটের মালায় গোলের রেকর্ড নিউক্যাসলের

ভিয়েতনামের কাছে বড় হারে বিদায় সাবিনাদের
নারী ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ

প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট শনিবার

সাত ডিসিপ্লিনের মধ্যে ৪টিতে চরম ব্যর্থ বাংলাদেশ!

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

বোয়ালখালীতে ডাকাতি করতে এসে তিন ডাকাত আটক

প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহবান হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর

সড়কে ঝরল প্রাণ!

কারা ভিসা নীতির আওতায় পড়ছেন, স্পষ্ট করলেন পিটার হাস

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা বিটার

বাংলাদেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি গণফোরামের

কখনো আমেরিকা যাইনি, ভবিষ্যতেও যাব না : বিদায়ী প্রধান বিচারপতি

লৌহজংয়ে ট্রাকসেলে আলু বিক্রি শুরু

টিটু-শান্তর নেতৃত্বে ১১৬ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

স্কুলে শিক্ষার্থীদের সুরক্ষার নতুন মানদ-ে গুরুত্বারোপ করল দ্য বাংলাদেশ সেফগার্ডিং সামিট

বিআইবিএম’এ ‘বৈদেশিক বাণিজ্য অর্থায়ন এবং এসএমই’র মধ্যে সেতুবন্ধন’ সেমিনার অনুষ্ঠিত