চীনে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা
২৭ মার্চ ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৯ এএম
প্রায় দুই বছর পর চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্যাক মা’র স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, সোমবার জ্যাক মা হাংঝোউ শহরের ইউনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। পরিদর্শনকালে এই ধনকুবের শিক্ষাব্যবস্থা ও আলোচিত চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন।
হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফেরেন জ্যাক মা। শহরটিতে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন তিনি। চিত্রকর্ম ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মা’র আগ্রহ নতুন নয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্যাক মা’র চীনে ফেরার খবর প্রকাশের পর হংকংয়ে আলিবাবার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়।
উল্লেখ্য, সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক আলিবাবা। তবে আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে শুরু করেন এই ধনকুবের। মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
তবে গত বছর খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, চীন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরপরই জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান। এরপর তাঁকে সবশেষ হংকংয়ে দেখা যায়।
জ্যাক মা চীনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু চীন সরকারের সমালোচনা শুরু করলে বিপত্তি বাধে। সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জেরে আত্মগোপনে যান তিনি।
সম্প্রতি চীনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের উন্নয়নে সমর্থনের ঘোষণা দেয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বন্ধ করার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে জ্যাক মা দেশে ফিরেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম