অবশেষে ১৮টি লেপার্ড ট্যাংক হাতে পেল ইউক্রেন
২৮ মার্চ ২০২৩, ০৯:০৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৩ পিএম

অবশেষে লেপার্ড ২ ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। সোমবার (২৭ মার্চ) ১৮টি ট্যাংক পূর্ব ইউরোপের এই দেশটিতে পৌঁছায়। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সহায়তা করার জন্য জার্মানি চলতি বছরের শুরুতে এই ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এদিন সেগুলোই হাতে পায় দেশটি। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য জার্মানির প্রতিশ্রুতি দেওয়া ১৮টি লেপার্ড ২ যুদ্ধ ট্যাংক দেশটিতে পৌঁছেছে বলে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এসব ট্যাংক সরবরাহ করতে সম্মত হয় জার্মানি।
রয়টার্স বলছে, লেপার্ড ২ মডেলের ট্যাংক পশ্চিমাদের অস্ত্রাগারের মধ্যে সেরা হিসাবে বিবেচিত হয়। রাশিয়ার আক্রমণকে পরাস্ত করার জন্য এই ট্যাংককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাবরই দাবি করেছে এসেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনকে এই ধরনের ট্যাংক দিতে সম্মত হওয়ার বিষয়টিকে মস্কো এর আগে বিপজ্জনক উস্কানি হিসাবে আখ্যা দিয়েছিল।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি নিশ্চিত, এই যুদ্ধ ট্যাংকগুলো যুদ্ধে বড় অবদান রাখতে পারে।’
রয়টার্স বলছে, ১৮টি লিওপার্ড ২ ট্যাংক ছাড়াও ৪০টি জার্মান মার্ডার পদাতিক ফাইটিং যান এবং দু’টি সাঁজোয়া আর্মার্ড রিকভারি ভেহিকেলও ইউক্রেনে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
জার্মান সেনাবাহিনী উত্তর জার্মানির মুয়েনস্টার এবং বার্গেনে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় ট্যাংক ক্রুদের পাশাপাশি আর্মার্ড ভেহিকেল পরিচালনার জন্য নিযুক্ত সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে জার্মান ট্যাংকের পাশাপাশি পর্তুগালের দেওয়া তিনটি লেপার্ড ট্যাংকও ইউক্রেনে পৌঁছেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, লিওপার্ড ২ ট্যাংক অত্যাধুনিক এবং বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক বলে বিবেচনা করা হয়। জার্মানি এই ট্যাংক তৈরি করলেও জার্মান সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে।
এছাড়া ইউরোপের বাইরে কানাডা ও ইন্দোনেশিয়াও এই ট্যাংক ব্যবহার করে। অত্যাধুনিক এই ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এই ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার সাহায্যে লক্ষ্যবস্তুর দূরত্ব পরিমাপ করা যায়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মেয়রের মামলা

ঢাকায় ঢুকে মির্জা ফখরুল বললেন, তাপসের কথা গুরুত্বই দেই না

নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

সখিপুরে টিনের বেড়া কেটে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি
তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইরান হলে সউদী আরবও পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে: ক্রাউন প্রিন্স

এবার ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত

ভারত-কানাডা সংঘাত মেটাতে এবার আসরে যুক্তরাষ্ট্র

পাহাড়ি রাস্তায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ল গাড়ি, নাগাল্যান্ডে নিহত ৮

ইরানে হিজাব না পড়লে ১০ বছর কারাদণ্ড

চরম উত্তেজনার মধ্যেই ফের কানাডায় ‘খুন’ খলিস্তানি

ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে রুনা খান

জন্মদিনে ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই গৃহবধূর

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতাকর্মীর ঢল

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ১ম শ্রেণিতে উন্নীত, সর্বত্র আনন্দ মিষ্টি বিতরণ

বিশ্বব্যপী ৯০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ