রাহুল গান্ধী ইস্যুতে এবার মোদি সরকারকে চাপ জার্মানির
৩০ মার্চ ২০২৩, ০৬:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
ভারতের অভ্যন্তরে তো বটেই এবার রাহুলের সংসদ সদস্য পদ খারিজ ইস্যুতে বিদেশ থেকেও চাপ আসা শুরু করেছে মোদি সরকারের উপর। আমেরিকা ইতিমধ্যেই গোটা বিষয়টি নজরে রাখার বার্তা দিয়েছে। এবার জার্মানিও ঘুরিয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে বুঝিয়ে দিল তারাও বিরোধীদের মৌলিক বাক স্বাধীনতার পক্ষে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রাহুল গান্ধীর শাস্তি এবং তার সংসদ সদস্য পদ বাতিলের ব্যাপারটা তাদের নজরে রয়েছে। তিনি বলেন, ‘আমরা যতদূর বুঝেছি তাতে রাহুল গান্ধী এ রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন। তারপরই স্পষ্ট হবে এ রায় এবং তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়টির কোনও ভিত্তি আছে কিনা।’ এরপরই জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমরা আশা রাখি বিচারব্যবস্থার স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক অধিকার রাহুল গান্ধীর ক্ষেত্রেও বজায় রাখা হবে।’
জার্মান সরকারের এ অবস্থান ভারত সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তির কারণ। এর আগে ঘুরিয়ে আমেরিকাও বুঝিয়ে দিয়েছে কংগ্রেস নেতার এমপি পদ বাতিলের বিষয়টা তারা ভালভাবে নিচ্ছে না। আমেরিকা বার্তা দিয়েছে, “ভারতের আদালতে রাহুল গান্ধীর মামলার দিকে নজর রাখছে আমেরিকা। গণতন্ত্র নিয়ে আমেরিকার মতাদর্শের কথাও ভারতীয় সরকারকে জানানো হয়েছে। মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতার মতো বিষয়গুলির মাধ্যমে দুই দেশের গণতন্ত্রই যেন সুরক্ষিত থাকে, সেই বার্তা দেয়া হয়েছে ভারতকে।”
আমেরিকা এবং জার্মানির মতো শক্তিশালী দেশ রাহুল ইস্যুতে যেভাবে ‘গণতন্ত্র’ রক্ষার বার্তা দিয়েছে, তাতে চাপ বাড়বে নরেন্দ্র মোদি সরকারের উপর। তাছাড়া দেশের অভ্যন্তরীণ কোনও ইস্যুতেই বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। যদিও এ প্রসঙ্গে নয়াদিল্লি এখনও সরকারিভাবে কিছু জানায়নি। সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম