ঢাকা   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১

ইসরাইলের নৃশংসতা অব্যাহত, গুলি ও গাড়ি হামলায় চারজন নিহত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৮ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৫ পিএম

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের অভিযানের পর ইসরাইলে রকেট হামলা চালানো হয়। পাল্টা জবাব হিসাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ইসরাইল। এরপরে ইসরাইলেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন পর্যটকও রয়েছে।

লেবানন ও গাজায় ইসরাইলি বিমান হামলার একদিন পরেই তেল আবিবে ও দখলকৃত পশ্চিম তীরে দুটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় একজন ইটালিয়ান নাগরিক ও দুই ব্রিটিশ-ইসরাইলি বোন নিহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে গাড়ি হামলাকারীও। ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, তেল আবিবের একটি সৈকতের কাছে গাড়ি হামলা চালানো হলে ইটালিয়ান একজন পর্যটক নিহত হন। সেই সময় আহত হয়েছে আরও অন্তত সাতজন। পুলিশের গুলিতে হামলাকারীও সেই সময়ে নিহত হয়।

এর আগে দখলকৃত পশ্চিম তীরে একটি হামলায় দুই ব্রিটিশ-ইসরাইলি বোন নিহত আর তাদের মা গুরুতর আহত হয়। ইফরাত বসতির মেয়র জানিয়েছেন, দুই বোন এবং তাদের মা যুক্তরাজ্য থেকে অভিবাসী হয়ে ইসরাইলে এসেছিলেন এবং সেখানে বসবাস করতে শুরু করেছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকার সড়কগুলো ব্লক করে দিয়ে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

দক্ষিণ লেবানন এবং গাজা ভূখণ্ডে ইসরাইলি যুদ্ধবিমানগুলো হামলা শুরু করার কয়েক ঘণ্টার ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটলো। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গত ১৭ বছরের মধ্যে ইসরাইলের ওপর চালানো সবচেয়ে বড় রকেট হামলার পাল্টা জবাব হিসাবে তারা ওই বিমান হামলা চালিয়েছে। সেজন্য তারা দায়ী করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে। পূর্ব-জেরুজালেমে আল-আকসা মসজিদে দুই রাত ধরে ইসরাইলি পুলিশ অভিযান চালানোর পর ওই রকেট হামলা চালানোর ঘটনা ঘটে। আল-আকসা মসজিদে পুলিশের অভিযান পুরো অঞ্চল জুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে।

সর্বশেষ গাড়ি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ। ৪৫ বছর বয়সী একজন ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি শহরের বেঞ্চসাইড ব্রডওয়াকে কয়েকজন পথচারীর ওপর গাড়ি উঠিয়ে দেন। পুলিশ জানিয়েছে, সেই সময় কাছাকাছি একটি পেট্রোল স্টেশনে থাকা একজন পুলিশ কর্মকর্তা ছুটে যান। তিনি দেখতে পান যে, ‘চালক রাইফেল সদৃশ কিছু একটা বের করার চেষ্টা করছে এবং তখন তিনি গুলি করেন।’

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ওই ঘটনায় একজন নিহত আর সাতজন আহত হয়েছে, যাদের সবাই পর্যটক। এর আগে শুক্রবার সকালে দুই বোনের নিহত হওয়ার ঘটনাটি ঘটে জর্ডান ভ্যালিতে। প্রথমে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইসরাইলি ও ফিলিস্তিনি দুটি গাড়ির সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যরা ইসরাইলি গাড়িটিতে অসংখ্য গুলির চিহ্ন দেখতে পায়। কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউনাইটেড হাৎযালাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন কর্মী জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তারা গাড়ির ভেতরে তিনজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। জেরুজালেমের দক্ষিণে দখলকৃত পশ্চিম তীরের বসতি ইফরাতের মেয়র ওডেড রিভিবি জানিয়েছেন, এই পরিবারটি যুক্তরাজ্যের লন্ডন থেকে অভিবাসী হয়ে ইসরাইলে এসেছিল। ছুটি কাটাতে গালিলি সাগরের তীরে তিবেরিয়াস শহরের দিকে যাওয়ার সময় তারা ওই হামলার শিকার হয়।

এ ঘটনার পর যেসব ইসরাইলির বন্দুকের লাইসেন্স আছে, তাদের সবসময় অস্ত্র বহন করার জন্য আহ্বান জানিয়েছেন ইসরাইলি পুলিশ কমিশনার কোবি শাবতাই। এ হামলা দায়দায়িত্ব স্বীকার করেনি হামাস। তবে যারা হামলা করেছে, তাদের প্রশংসা করে বলেছে, আল-আকসা মসজিদে যে অপরাধ ঘটে চলেছে, লেবানন এবং গাজায় যে বর্বর হামলা চালানো হচ্ছে, তার স্বাভাবিক প্রতিক্রিয়া এই হামলা।

এ বছরের শুরু থেকেই ইসরাইল আর ফিলিস্তিনিদের মধ্যে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। ইসরাইলি বাহিনীর হামলায় ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক ব্যক্তিরাও রয়েছে। সর্বশেষ এ হামলা যদি ফিলিস্তিনিদের হয়ে থাকে, তাহলে এ নিয়ে ১৭ ইসরাইলি আর একজন ইউক্রেনিয়ান- যাদের সবাই বেসামরিক বাসিন্দা- নিহত হয়েছে। সূত্র: বিবিসি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রুট-ব্রুকের জোড়া শতকে ইংল্যান্ডের দাঁতভাঙ্গা জবাব

রুট-ব্রুকের জোড়া শতকে ইংল্যান্ডের দাঁতভাঙ্গা জবাব

৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ

৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ

পরমাণু অস্ত্রের দিকে দ্রুত পদক্ষেপের দাবি,ইরানের ৩৯ সাংসদ এর চিঠি।

পরমাণু অস্ত্রের দিকে দ্রুত পদক্ষেপের দাবি,ইরানের ৩৯ সাংসদ এর চিঠি।

সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

উইলিয়ামসকে হারাল স্পেন

উইলিয়ামসকে হারাল স্পেন

কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু

মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আখাউড়ায় মন্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিজিবি সেক্টর কমান্ডার

আখাউড়ায় মন্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিজিবি সেক্টর কমান্ডার

সউদী-ইরান বৈঠক লেবাননকে দ্বিতীয় গাজায় পরিণত হওয়া রোধ করবে?

সউদী-ইরান বৈঠক লেবাননকে দ্বিতীয় গাজায় পরিণত হওয়া রোধ করবে?

সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন- রাজশাহীতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন- রাজশাহীতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য

স্কয়ার গ্রুপের সিইও তপন চৌধুরী  খুব স্বস্তিতে আছি

স্কয়ার গ্রুপের সিইও তপন চৌধুরী খুব স্বস্তিতে আছি

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

প্রযোজকের বিরুদ্ধে করা শাকিব খানের মামলা খারিজ

প্রযোজকের বিরুদ্ধে করা শাকিব খানের মামলা খারিজ

ট্রাকে থাকতেই ডিম ৪ বার হাতবদল হয়’

ট্রাকে থাকতেই ডিম ৪ বার হাতবদল হয়’

দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন

দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন

অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন

অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য

বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার