ইউক্রেনীয় খাদ্যশস্যে পোল্যান্ড ও হাঙ্গেরির নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইইউ
১৭ এপ্রিল ২০২৩, ০৩:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম
পোল্যান্ড এবং হাঙ্গেরি তাদের স্থানীয় কৃষি খাত রক্ষার জন্য ইউক্রেন থেকে শস্য এবং অন্যান্য খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার তারা বলেছে, ব্লকের নির্বাহী সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা বাণিজ্যের উপর একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তবে পোল্যান্ড এবং হাঙ্গেরির সরকার শনিবার বলেছে, অঞ্চলজুড়ে ব্যাপক সরবরাহের কারণে দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ভূখণ্ডে আক্রমণের পাশাপাশি কৃষ্ণ সাগরের বেশ কিছু বন্দরে অবরোধ দেয় মস্কো। ফলে বিপুল পরিমাণ ইউক্রেনীয় শস্য ইউরোপের মধ্যাঞ্চলের দেশগুলোর বাইরে যেতে পারছে না। এতে এসব দেশে পণ্যের সরবরাহ অতিরিক্ত বেড়ে যাওয়ায় দাম কমে যেতে থাকে।
গত মাসে ইউরোপীয় কমিশনকে ইউরোপের ওই অঞ্চলের পাঁচটি দেশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এতে বলা হয় শস্য, তেল, বীজ, ডিম, পোলট্রি ও চিনির মতো পণ্যগুলোর সরবরাহ ‘নজিরবিহীন’ মাত্রায় বেড়েছে। ইউক্রেনের কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে এখন শুল্কের বিষয়টি বিবেচনা করা উচিত। পোল্যান্ডে এটি নির্বাচনের বছর। দেশটিতে অর্থনৈতিক স্থবিরতা চলছে অনেক দিন ধরেই। এমন প্রেক্ষাপটে খাদ্যের অতিরিক্ত সরবরাহের বিষয়টি ক্ষমতাসীন দল ‘ল অ্যান্ড জাস্টিস’ পার্টিকে (পিআইএস) দুশ্চিন্তায় ফেলেছে।
পিআইএস নেতা জারোস্লো কাকজিনস্কি বলেন, ‘সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। তা হলো- ইউক্রেন থেকে পোল্যান্ডে শস্যসহ আরও বিভিন্ন ধরনের পণ্যের প্রবেশ ও আমদানি নিষিদ্ধ হবে। শস্য থেকে বিভিন্ন ধরনের পণ্য এ তালিকায় থাকছে।’ পোল্যান্ডের নিষেধাজ্ঞাটি দুই দেশের মধ্যকার বিদ্যমান চুক্তির বিরোধী বলছে ইউক্রেন সরকার। দেশটির খাদ্য ও কৃষিনীতিমালাবিষয়ক মন্ত্রণালয় বলছে, এই সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই।
এক বিবৃতিতে ইউক্রেন সরকার জানায়, ‘পোলিশ কৃষকরা একটি কঠিন পরিস্থিতিতে রয়েছে, তা আমরা বুঝতে পারছি। তবে এটা ভুলে গেলে চলবে না যে ইউক্রেনীয় কৃষকরাও এ মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রয়েছে।’ ইউক্রেন জানায়, একতরফা কঠোর পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। পোল্যান্ডের পর হাঙ্গেরিও এমন নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির সরকার বলছে, ইউক্রেনীয় পণ্যের আমদানি শুল্ক বাতিলের বিষয়টি পুনর্বিবেচনাসহ ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে প্রবিধানে পরিবর্তনের আশা করছে বুদাপেস্ট।
ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র রোববার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। রয়টার্সকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মুখপাত্র লিখেছেন, ইউক্রেনে খাদ্যশস্য ও অপর কৃষিজাত পণ্য আমদানির বিষয়ে পোল্যান্ড ও হাঙ্গেরির ঘোষণা সম্পর্কে আমরা অবগত। এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিনীতি গুরুত্বপূর্ণ। ফলে একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও লিখেছেন, এমন কঠিন সময়ে সদস্য রাষ্ট্রের উচিত সব সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়েনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সমন্বিতভাবে নেয়া উচিত।
শনিবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে পোল্যান্ডের নিষেধাজ্ঞা। রোববার দেশটির উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রী ওয়ালডেমার বুদা বলেছেন, পোলিশ ভূখণ্ড হয়ে এসব পণ্য অন্য দেশে পরিবহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হবে। টুইটারে তিনি লিখেছেন, এটি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা। ইউক্রেনীয় সঙ্গে একটি নতুন ব্যবস্থা গড়ে তোলার জন্য আলোচনা হবে। যাতে করে ইউক্রেনীয় কৃষিপণ্য স্থানীয় বাজারে প্রবেশ না করে অন্য দেশে যেতে পারে। সূত্র: নিউইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা