সুদানেও ভূমিকা রাখছে রাশিয়ার ওয়াগনার বাহিনী?
২৫ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম
সুদানে যখন সামরিক বাহিনীর দুটি গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র লড়াই চলছে – ঠিক তখনই রাশিয়ার ভাড়াটে যোদ্ধার বাহিনী ওয়াগনার গ্রুপ এই দেশটিতে আসলে কী করছে – তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগে বলা হচ্ছে – এ ওয়াগনার বাহিনীর সাথে সুদানের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও সামরিক যোগাযোগ রয়েছে, কিন্তু সেখানে চলমান লড়াইয়ের সাথে কোন রকম সংশ্লিষ্টতার কথা ওয়াগনার গ্রুপ অস্বীকার করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোশিন বলেছেন, ‘গত দু'বছর ধরে ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির একজন যোদ্ধারও উপস্থিতি সুদানে নেই।’
এখন পর্যন্ত সুদানের ভেতরে রুশ ভাড়াটে সৈন্যদের থাকার কোন প্রমাণ মেলেনি। মার্কিন সাংবাদিকরাও বলছেন, এখন পর্যন্ত ওয়াগনারের যোদ্ধারা সরাসরি সুদানের লড়াইয়ে জড়িত থাকার কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিন্তু কিছু সূত্রে একটি লিবিয়ান মিলিশিয়ার মাধ্যমে আরএসএফ প্রধান জেনারেল হামদান ডাগালোর বাহিনীর কাছে অস্ত্র ও যুদ্ধসরঞ্জাম পাঠানোর খবর পাওয়া গেছে।
আরএসএফ অবশ্য এক টুইট বার্তায় ওয়াগনারের সাথে তাদের কোন যোগাযোগ থাকার কথা অস্বীকার করে বলেছে, বরং সুদানের সামরিক বাহিনীর সাথেই ওয়াগনারের সম্পর্ক আছে। বিবিসির সংবাদদাতারা বলছেন, সুদানে এর আগে একসময় ওয়াগনার গ্রুপের কার্যক্রম ছিল এমন প্রমাণ আছে, এবং দেশটিতে প্রিগোশিনের কর্মকান্ড লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
প্রশ্ন হলো, সুদানে এই রুশ ভাড়াটে বাহিনীর কী ধরনের স্বার্থ রয়েছে? জেনারেল হামদানের বাহিনীকে অস্ত্র দিতে চেয়েছে ওয়াগনার? মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হচ্ছে - ওয়াগনার গ্রুপ আরএসএফ বাহিনীকে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের মত শক্তিশালী অস্ত্র দেবার প্রস্তাব দিয়েছে। আমেরিকান কর্মকর্তারা বলছেন - ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোশিন যদিও মুখে বলছেন যে, তিনি সুদানে শান্তির জন্য দু'গ্রুপের মধ্যে মধ্যস্থতা করতে চান, কিন্তু আসলে তিনি যুদ্ধ উস্কে দিতে আগ্রহী।
বলা হয়, প্রিগোশিন - জেনারেল হামদানের আধাসামরিক বাহিনীকে শক্তিশালী অস্ত্র দেবার প্রস্তাব দিয়েছেন, এবং এ অস্ত্র আসবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে থাকা তাদের অস্ত্রের মজুত থেকে। গত বছর অক্টোবরে সুদানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই আরএসএফ কমান্ডার মোহামেদ হামদানের সাথে যোগাযোগ জোরালো করেছে ওয়াগনার গ্রুপ। জেনারেল হামদান ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিকে মস্কোতে সফরও করে এসেছেন।
ওয়াগনার গ্রুপটি রুশ ভাড়াটে যোদ্ধা সরবরাহের জন্য সবচেয়ে বেশি পরিচিত হলেও এটি আসলে একাধিক কোম্পানির একটি নেটওয়ার্ক – যারা মাইনিং থেকে শুরু করে রাজনৈতিক প্রভাব বিস্তার পর্যন্ত নানা রকম কার্যক্রম চালিয়ে থাকে। এর প্রতিষ্ঠাতা রুশ ধনকুবের ইয়েভগেনি প্রিগোশিন অনেকের কাছে ‘পুতিনের বাবুর্চি’ নামেও পরিচিত। ২০১৭ সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশির মস্কোতে এক সফরে গিয়ে রুশ সরকারের সাথে অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে ছিল লোহিত সাগর-তীরবর্তী পোর্ট সুদানে একটি রুশ নৌঘাঁটি স্থাপনের চুক্তি।
নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের একাধিক রিপোর্টে বলা হয়, লোহিত সাগরের তীরে ক্রেমলিন এমন একটি নৌঘাঁটি তৈরি করতে চায় যেখানে রুশ পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা যাবে। ২০২৩ সাল শেষ হবার আগেই এই ঘাঁটিটি নির্মাণ শেষ করার লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ সুদানের নেতাদের সাথে খার্তুমে একটি বৈঠকও করেছেন। এর বিনিময়ে রাশিয়া সুদানকে অস্ত্র এবং অন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা বলেছে বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
ভিন্ন নামের কোম্পানির আড়ালে ওয়াগনার
প্রেসিডেন্ট বশিরের মস্কো সফরের সময় রুশ কোম্পানি এমইনভেস্ট এবং সুদানের জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে খনি থেকে স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে ছাড় দেবার জন্যও একটি চুক্তি হয়েছিল। মার্কিন অর্থ দফতরের অভিযোগ, এই এমইনভেস্ট এবং তাদের একটি সাবসিডিয়ারি গ্রুপ মেরো গোল্ড আসলে সুদানে ওয়াগনার গোষ্ঠীর কার্যক্রমের আবরণ হিসেবে তৈরি করা কোম্পানি। এখানে উল্লেখ্য, সুদান হচ্ছে আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ।
২০২০ সালে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিনুশিন বলেছিলেন, ‘ইয়েভগেনি প্রিগোশিন এবং তার নেটওয়ার্ক সুদানের প্রাকৃতির সম্পদকে তাদের ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবহার করছে এবং পৃথিবী জুড়ে ক্ষতিকর প্রভাব ছড়াচ্ছে।’ এই এমইনভেস্ট এবং মেরো - দুটি কোম্পানির ওপরই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার হাতে বিপুল পরিমাণ সোনা
সিএনএন-এর এক রিপোর্টে বলা হয়, সুদান থেকে স্থলপথে সোনা বহন করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়ে যাওয়া হয়েছে - যেখানে ওয়াগনার গ্রুপ সক্রিয় থাকার কথা সুবিদিত। এই রপ্তানির বিবরণ সুদানের সরকারি বাণিজ্যের তথ্যে লিপিবদ্ধ করা হয়নি। ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় গত বছর প্রকাশিত এক রিপোর্টেও বলা হয়, সামরিক বিমানঘাঁটির এক নেটওয়ার্কের মাধ্যমে বড় পরিমাণে সোনা বাইরে পাচার করা হয়েছে।
মার্কিন সংবাদপত্রগুলো বলছে, এখানকার স্বর্ণখনিগুলোতে ওয়াগনার গ্রুপ সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে। স্থানীয় লোকজনের মধ্যে ‘রুশ কোম্পানি’ নামে পরিচিত ওয়াগনারের ভালো টাকাপয়সা দেবার জন্য সুনাম আছে। মার্কিন সংবাদদাতারা বলেন এসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাশিয়া ১৩০০০ কোটি ডলারের স্বর্ণের মজুত গড়ে তুলেছে – যা হয়তো তাদের রুবলের মুদ্রামান ধরে রাখা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব মোকাবিলায় কাজে লাগছে।
সুদানে ওয়াগনার গোষ্ঠী আর কী কী করছে?
রুশ ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে প্রকাশিত ছবিতে দেখা যায় - ২০১৭ সাল থেকেই রুশ ভাড়াটে যোদ্ধারা সুদানের ভেতরে অবস্থান করছে। তারা বিভিন্ন রকম ভূমিকা পালন করছে বলে এসব ছবিতে দেখা যায়। এর মধ্যে আছে সুদানের সৈন্যদের প্রশিক্ষণ দেয়া, বিক্ষোভ দমনের কাজে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার অভিযোগও আছে। বিবিসি এসব ছবি নিজস্ব উদ্যোগে যাচাই করে দেখেনি।
২০২১ সালে ওয়াগনার সম্পর্কিত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায় দু'বছর আগের এক অনুষ্ঠানে ওয়াগনারের কমান্ডাররা সুদানের সৈন্যদের হাতে বিভিন্ন উপহার তুলে দিচ্ছে। এতে ২০২২ সালের জুলাই এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনারের ভাড়াটে সৈন্যরা সুদানি বাহিনীকে প্যারাশুট ল্যান্ডিংএর অনুশীলন করাচ্ছে। ওয়াগনারের ২০২০ সালের একটি প্রচারণামূলক চলচ্চিত্রে সুদানকে তাদের কর্মকান্ড আছে এমন একটি দেশ হিসেবে তুলে ধরা হয়। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, সুদানে ২০১৯ সাল থেকে ওয়াগনার গোষ্ঠী বিভিন্ন রকম কাজে জড়িত আছে। এর মধ্যে স্বর্ণখনিতে খননকাজ ছাড়াও আছে ইউরেনিয়াম অনুসন্ধান এবং দারফুর অঞ্চলে ভাড়াটে যোদ্ধা পাঠানো।
ওয়াগনারের প্রভাব কতটা?
ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা দলিলপত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, সুদানের নিরাপত্তা বাহিনীকে এক সময় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়েছে ওয়াগনার গ্রুপ, এছাড়া সরকারের নেতাদের উপদেষ্টা হিসেবেও কাজ করেছে তারা। মার্কিন অর্থ দফতর বলছে, ওয়াগনার গ্রুপ সেখানে আধাসামরিক অপারেশন চালানো, একনায়কতান্ত্রিক শাসনকে টিকিয়ে রাখতে সমর্থন দেয়া, এবং প্রাকৃতিক সম্পদ শোষণের মত কাজ করছে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ড. জোয়ানা ডে ডেউস পেরেইরা বলছেন, "২০১৮ সালের দিকে তাদের শ'খানেক লোক সুদানি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতো, সেখান থেকেই সম্পর্কটা আস্তে আস্তে বেড়েছে।" সুদানের সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, এক সময় ওয়াগনারের লোকদের সংখ্যা বেড়ে ৫০০-তে ওঠে। সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্তের কাছে উম দাফুকের কাছে তাদের রাখা হয়।
সুদানের একটি পত্রিকা দ্য সুদান ট্রিবিউনের এক রিপোর্টে বলা হয়, প্রেসিডেন্ট ওমর আল-বশির যখন ২০১৯ সালে বিক্ষোভের সম্মুখীন হন তখন নজরদারির জন্য সুদানের গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি "রাশিয়ান যোদ্ধাদেরকেও" মোতায়েন করা হয়েছিল - তবে সুদানি কর্তৃপক্ষ তা অস্বীকার করে।
বার বার সমর্থন পাল্টেছে ওয়াগনার
প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতায় রাখার জন্য ওয়াগনার গ্রুপ তাদের নিজস্ব মিডিয়া প্রচারণার আশ্রয় নিয়েছিল। আফ্রিকায় রাশিয়ার কর্মকাণ্ডের ওপর একটি বই লিখেছেন ড. সামুয়েল রামানি। তিনি বলছেন, প্রিগোশিন আহ্বান জানিয়েছিলেন যেন বিক্ষোভকারীদেরকে "ইসরায়েল-সমর্থক ও ইসলাম-বিরোধী" বলে অভিযুক্ত করা হয়। এর ফলে প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত তৈরি হয়।
তখন আবার ওয়াগনার বাহিনী তাদের সমর্থন পাল্টে ফেলে। যে লোকটি ওমর আল-বশিরকে উৎখাত করেছিলেন - সেই জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকেই সমর্থন দিতে শুরু করে তারা। ড. রামানি বলেন, "মস্কোতে রুশ পররাষ্ট্র দফতর এ অভ্যুত্থানের বিপক্ষে ছিল, কিন্তু প্রিগোশিন এবং ওয়াগনার গ্রুপ জেনারেল বুরহানের ক্ষমতা দখলকে স্বাগত জানায়। " তিনি বলছেন, ২০২০ এবং ২০২১ সালে ওয়াগনার গ্রুপ সুদানের জেনারেল হামদান দাগালোর আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের সাথে যোগাযোগ বাড়িযে দেয়। এই আরএসএফ এখন সুদানে জেনারেল বুরহানের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
আরএসএফ নিয়ন্ত্রিত স্বর্ণখনির দিকে প্রিগোশিনের নজর
বলা হচ্ছে আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো সম্প্রতি কিছু সোনার খনির নিয়ন্ত্রণ পেয়েছেন। এগুলোর মাধ্যমে আরো স্বর্ণ আহরণ করতে আগ্রহী হয়েছেন প্রিগোশিন। গত বছর অক্টোবরে সুদানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই আরএসএফ কমান্ডার মোহামেদ হামদানের সাথে যোগাযোগ জোরালো করেছে ওয়াগনার গ্রুপ। জেনারেল হামদান গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিকে মস্কোতে সফরও করে এসেছেন।
ইয়েভগেনি প্রিগোশিন জেনারেল হামদানের আধাসামরিক বাহিনীকে শক্তিশালী অস্ত্র দেবার প্রস্তাব দিয়েছেন - এ খবর অতিসম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে বেরিয়েছে। তবে সুদান সংক্রান্ত একটি থিংক-ট্যাংক কনফ্লুয়েন্স অ্যাডভাইজরির খলুদ খায়ের বলছেন, তার বিশ্বাস ওয়াগনার গ্রুপ সুদানের বর্তমান সংকটে কোন পক্ষ নিচ্ছে না। "ওয়াগনারের আসলে জেনারেল আল-বুরহান ও হেমেডটি - এ দুজনেরই বিভিন্ন উদ্যোগের সাথে - নানা মাত্রা এবং নানা পথে - সংশ্লিষ্টতা আছে" - বলেন তিনি।
আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় এ ওয়াগনার গোষ্ঠী
ওয়াগনার ২০১৭ সাল থেকেই আফ্রিকায় তাদের কর্মতৎপরতা সম্প্রসারিত করেছে। লিবিয়া, মোজাম্বিক, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর) ও মালিসহ সংঘাত চলছে এমন বিভিন্ন দেশে তারা তৎপর। বিবিসির সংবাদদাতারা বলছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ওয়াগনার গোষ্ঠী বেশ কয়েক বছর ধরেই সক্রিয়। তারা সেখানকার হীরার খনি পাহারা দিচ্ছে। বিবিসি ২০২১ সালে এক অনুসন্ধান পরিচালনা করেছিল যাতে লিবিয়ার গৃহযুদ্ধে ওয়াগনার গ্রুপের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
ওয়াগনারের একজন যোদ্ধার ফেলে যাওয়া একটি ডিজিটাল যন্ত্র থেকে, এবং লিবিয়ার সৈন্য আর বেসামরিক লোকজনের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। মালির সরকার ইসলামপন্থী জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ওয়াগনারের দ্বারস্থ হয়। যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে এ গ্রুপের উপস্থিতির কথা স্বীকার করেনি। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়