কাতারে আটক ভারতীয়রা গুপ্তচরবৃত্তি করছিল
২৭ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৭ পিএম
গত বছরের আগস্ট থেকে কাতারের জেলে বন্দী আট ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম রিপোর্ট করেছে।
আটজনই ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য এবং কাতারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে যে কাতারের একটি সাবমেরিন ক্রয় প্রকল্পের তথ্য ইসরাইলের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে এই ভারতীয়দের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে দুজন কাতারি নাগরিকও রয়েছেন।
এদের সকলের বিরুদ্ধে ‘ইলেকট্রনিক সাক্ষ্যপ্রমাণ’ও কর্তৃপক্ষের হাতে এসেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়, বন্দীদের নির্জন কারাকক্ষে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগটা কী- তা এখনো প্রকাশ্য আদালতে জানানো হয়নি।
কাতার সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
অন্যদিকে ভারত সরকার এই চরবৃত্তির অভিযোগ যেমন অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেনি।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি শুধু বলেছেন, এটিকে তারা খুবই গুরুত্ব দিচ্ছেন এবং এই আটক ব্যক্তিদের বিষয়ে তারা কাতারি কর্তৃপক্ষের সাথে নিয়মিত কথাবার্তা বলে চলেছেন।
তিনি আরো জানান, 'দোহাতে ভারতীয় দূতাবাস ওই আটক ব্যক্তিদের পরিবারগুলোর সাথে বরাবরই যোগাযোগ রেখে চলেছে।'
মে মাসের গোড়ায় কাতারে এই মামলার পরবর্তী শুনানি হবে, তার আগে সরকারের পক্ষ থেকে কতদূর কী করা যায়- সেই চেষ্টাও চালানো হচ্ছে বলে বাগচি জানিয়েছেন।
তবে গোটা বিষয়টি যে ভারত সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। কাতারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও এর বিরূপ প্রভাব পড়ছে।
তবে গোটা বিষয়টি যে ভারত সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। কাতারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও এর বিরূপ প্রভাব পড়ছে।
এই আটজনই আগে ভারতীয় নৌবাহিনীতে ছিলেন, বাহিনী থেকে অবসর নিয়ে তারা ওই বেসরকারি সংস্থায় যোগ দেন।
আটকের পর থেকেই তাদের কড়া নিরাপত্তার মধ্যে ‘সলিটারি কনফাইনমেন্টে’ বা নির্জন সেলে রাখা হয়েছিল।
কিন্তু তাদের বিরুদ্ধে চার্জটা ঠিক কী, সেটা প্রকাশ্য আদালতে এখনো জানানো হয়নি।
গত ১৯ এপ্রিল ভারতের সুপরিচিত নিরাপত্তা বিশ্লেষক প্রভিন স্বামী ‘দ্য প্রিন্ট’ পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে জানান, কাতার সম্প্রতি ইতালিয়ান প্রযুক্তিতে তৈরি হাই-টেক সাবমেরিন কেনার যে প্রকল্প হাতে নিয়েছে- তার ওপরেই এই ভারতীয়রা গোয়েন্দাগিরি চালাচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
এই বিশেষ ধরনের সাবমেরিনগুলো এমন কিছু ‘মেটামেটেরিয়াল’ দিয়ে আচ্ছাদিত থাকে, যাতে শত্রুর পক্ষে এগুলোর গতিবিধি শনাক্ত করা প্রায় অসম্ভব।
গত বছরের (২০২২) শেষ দিনে এই আটজনের মধ্যে অন্তত দুজনের ভাইবোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, 'সারা জীবন তারা দেশের প্রতি অপরিসীম সেবা করে গেছেন। দয়া করে এদের কাতারের জেল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।'
তবে ভারত সরকার তাদের মুক্তির জন্য লাগাতার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও তাতে এখনো বিশেষ লাভ হয়েছে বলে মনে হচ্ছে না।
এ মাসের গোড়ার দিকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একবার জানিয়েছে, তারা বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং কাতারি কর্তৃপক্ষর সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে।
মুখপাত্র অরিন্দম বাগচী তখন মন্তব্য করেন, 'দেখা যাক, এখন যেহেতু আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমরা তার ওপর গভীরভাবে নজর রাখছি।'
সূত্র : বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন