পুরনো পেশাতে ফিরছেন জ্যাক মা, কী করবেন তিনি?
০২ মে ২০২৩, ০২:১১ পিএম | আপডেট: ০২ মে ২০২৩, ০২:১১ পিএম
পুরনো পেশাতেই ফিরছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। একসময় ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। সেখান থেকেই উদ্যোগপতি হিসেবে উঠে আসা। তারপর আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠা হিসেবে বিশ্ব দরবারে নিজের নাম করে নেয়া। এক সময় চীনের ধনীতম ব্যক্তি ছিলেন জ্যাক মা। পরে চীনের সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে গা ঢাকা দিতে হয় তাকে। এখন আবার শিক্ষকতার পথেই তিনি হাঁটবেন বলে শোনা যাচ্ছে।
টোকিও বিশ্ববিদ্যালয় সোমবার জানিয়েছে, টোকিও কলেজে তাকে অতিথি অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ১ মে থেকেই তিনি এই পদে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই শিক্ষকতার মেয়াদ শেষ হবে অক্টোবরের শেষে। তবে প্রতি বছর এই চুক্তি নতুন করে করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।
এই টোকিও কলেজে, গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় এবং নিজের কাজের জায়গা নিয়েই শিক্ষার্থী ও গবেষকদের পাঠ দেবেন। তার বক্তৃতার অন্যতম বিষয়গুলি হল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টার্ট-আপ। উল্লেখ্য, ২০১৯ সালে টোকিও কলেজ প্রতিষ্ঠা করা হয়। এখানে বিশ্বের একাধিক গবেষকরা আসেন। টোকিও বিশ্ববিদ্যালয় ও গবেষকদের মধ্যে একটি সংযোগ স্থাপনও করে এই প্রতিষ্ঠান।
এদিকে এক সময় ইংরেজি শিক্ষক ছিলেন জ্যাক মা। সেখান থেকেই এক উদ্যোগপতি হয়ে ওঠেন। প্রতিষ্ঠা করেন আলিবাবা গ্রুপের। তবে মাঝে চীন প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। প্রায় ১ বছরের জন্য অন্তরালে চলে যান। তারপর গত মার্চ মাসেই চীনে ফেরেন তিনি। এদিকে চীনের প্রশাসনের সঙ্গে সংঘাতের পর বেশ কিছুটা সময় তিনি জাপানে ছিলেন বলে শোনা যায়। এবার জাপানেই অধ্যাপনা করবেন তিনি। পুরনো মহিমায় দেখা যাবে উদ্যোগপতিকে। সূত্র: রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম