ভারতে জেলের ভেতরে গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা
০২ মে ২০২৩, ০২:৩৩ পিএম | আপডেট: ০২ মে ২০২৩, ০২:৩৩ পিএম
ভারতে জেলের ভেতরে কারাবন্দি এক গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গ্যাংস্টারের নাম তিল্লু তাজপুরিয়া। তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন। মঙ্গলবার (২ মে) সকালে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় তিনি নিহত হন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে দিল্লির তিহার জেলের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় কারাবন্দী গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া নিহত হয়েছেন। নিহত এই গ্যাংস্টার সুনীল মান নামেও পরিচিত। কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ-নিরাপত্তা বলয়ের এই কারাগারে গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে তিল্লুকে মারধর করে এবং পরে তিনি মারা যান।
অবশ্য মারধরের শিকার হওয়ার পর তিল্লু তাজপুরিয়াকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় রোহিত নামে আরেক বন্দি আহত হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এনডিটিভি বলছে, গ্যাংস্টার যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান ও রাজেশ কারাগারের দোতলায় তাদের ওয়ার্ডের লোহার গ্রিল ভেঙে ফেলে। পরে তারা একই রড দিয়ে তিল্লুকে আক্রমণ করে। যদিও অন্য গ্যাং সদস্যদের সাথে কারাগারের নিচতলার ওয়ার্ডে রাখা হয়েছিল তিল্লুকে।
সংবাদমাধ্যমটি বলছে, প্রতিপক্ষ গোগি গ্যাংয়ের ওই চার সদস্য বিছানার চাদর ব্যবহার করে দোতলা থেকে নিচতলায় নেমে আসে। পরে তিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালায় তারা। এর আগে ২০২১ সালে রোহিণী আদালতে বন্দুক হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দর গগিকে হত্যা করা হয়েছিল।
আদালতে হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দরকে হত্যার সেই ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন তিল্লু তাজপুরিয়ার। মূলত আইনজীবীদের পোশাক পরে তিল্লু গ্যাংয়ের দুই সদস্য ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জিতেন্দর গোগিকে রোহিণী আদালতের ভেতরে গুলি করে হত্যা করে। উভয় হামলাকারীই তখন পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়।
পুলিশ সেসময় এনডিটিভিকে বলেছিল, ‘আইনজীবীদের পোশাক পরা দুই ব্যক্তি আদালতের ভেতরে জিতেন্দর গগির ওপর গুলি চালায়। তখনই পুলিশ পাল্টা জবাব দেয় এবং সেই দুই আততায়ীকে হত্যা করে। এটি কোন গ্যাং-ওয়ার নয়।’
এনডিটিভি বলছে, জিতেন্দর গোগির গ্যাং এবং তিল্লু গ্যাংয়ের মধ্যে বছরের পর বছর ধরে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল ছিল আদালতে সেই হামলার ঘটনা।
মূলত জিতেন্দর গোগিকে হত্যা করতে তিল্লু তাজপুরিয়া ফোনে নির্দেশ দিয়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে। তিল্লু তাজপুরিয়া হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে গত এক মাসের মধ্যে তিহার জেলে সহিংসতা এবং দলগত শত্রুতার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত মাসে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ঘনিষ্ঠ সহযোগী প্রিন্স তেওয়াতিয়া প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হাতে তিহার জেলে নিহত হয়েছিলেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম