কর্মচারীর বিয়েতে অংশ নিতে বাংলাদেশে এলেন সউদী মালিক সালেহ সেনাইদি
০৪ মে ২০২৩, ০৬:২৪ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ০৬:২৪ পিএম

বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ ও বিয়ের দাওয়াত পেয়ে সালেহ আল সেনাইদি নামের সউদী নাগরিক এলেন বাংলাদেশে। তারই এক বাংলাদেশি কর্মচারীর বিয়েতে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন সউদী আরবের এক নাগরিক।
বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবেও বহুসংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। সেখানে এক বাংলাদেশি শ্রমিকের সততা, বিনয় ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েছেন তার সউদী চাকরিদাতা। শুধু তাই নয়, এই বিশ্বাস ও বিনয়কে মূল্যায়ন করতে ওই কর্মচারীর বিয়েতে অংশ নিতে ছুটে এসেছেন বাংলাদেশে। উদ্দেশ্য, ওই কর্মচারীর সঙ্গে নিজের দূরত্ব কমানো ও বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানা। সউদী আরবের ওই নাগরিকের নাম সালেহ আল সেনাইদি।
গালফ নিউজের প্রতিবেদনে নিজের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়েছেন সালেহ আল সেনাইদি। তিনি জানিয়েছেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার কাছের একটি গ্রামে, নিজ প্রতিষ্ঠানের ওই কর্মচারীর বিয়েতে অংশ নিয়েছিলেন তিনি।
তিনি বলেছেন, ‘তাকে আমি পাঁচ বছর ধরে চিনি। তার সততা ও বিনয়ীর জন্য এবং আমার প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য তার ওপর আমি অনেক বেশি নির্ভরশীল।’ তিনি আরো বলেছেন, ‘সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যে দূরত্ব ঘুচানো, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং মানবিকতা বৃদ্ধি করা, নতুন অভিজ্ঞতা নেওয়া এবং অন্যদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানা।’
‘যখন সে তার বিয়ের অনুষ্ঠানে আমাকে অংশ নেওয়ার দাওয়াত দিল, আমি সঙ্গে সঙ্গেই তা গ্রহণ করি’, যোগ করেন আল সেনাইদি। ওই বিয়েতে অংশ নিয়ে বাংলাদেশিদের আথিতেয়তায়ও বেশ মুগ্ধ হয়েছেন এই সউদী নাগরিক। তিনি জানিয়েছেন, অনেকেই তাকে তাদের বাড়িতে দুপুর-রাতের খাবার অথবা চা পানের জন্য জোরাজুরি করেছেন।
তিনি বলেছেন, ‘তারা আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানে অভিভূত করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সফরটি চমৎকার ছিল। ওই অঞ্চলের সবাই আমাকে সমাদর করেছে।’ এ ছাড়া বাংলাদেশ এবং সউদী আরবের বিয়ের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন জানিয়ে আল সেনাইদি বলেছেন, ‘উদাহরণস্বরূপ, বরকে বিয়ের অনুষ্ঠানে গাড়িতে করে নিয়ে যান তার বাবা, চাচা এবং অন্যান্য আত্মীয়-স্বজন। বিয়ের অনুষ্ঠান হয় কনের বাড়িতে।’
সউদী আরবে যেসব প্রবাসী কাজ করেন, তাদের প্রতি অন্য চাকরিদাতাদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ঘুরে যাওয়া আল সেনাইদি। তিনি বলেছেন, ‘তারা আপনাদের ভাই। তাই তাদের তুচ্ছতাচ্ছিল্য বা নিচু দৃষ্টিতে দেখবেন না। আপনাদের মতো তারাও মানুষ। পরিবেশগত কারণে তারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে এসেছেন।’
তবে বাংলাদেশের কোন জেলায় তিনি বিয়েতে অংশ নিতে এসেছিলেন বা ওই বাংলাদেশির নাম কী তা উল্লেখ করা হয়নি গালফ নিউজের ওই প্রতিবেদনে। সূত্র : গালফ নিউজ
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন