পাল্টা-আক্রমণ চালাতে ইউক্রেনের আরো সময় দরকার: জেলেনস্কি
১১ মে ২০২৩, ০৭:০২ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ০৭:০২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রুশ বাহিনীর ওপর তার দেশের পাল্টা-আক্রমণ শুরু করার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন কারণ তারা এখনও প্রতিশ্রুত সামরিক সাহায্যের জন্যে অপেক্ষা করছেন।
ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ওপর পাল্টা-আক্রমণ শুরু করলে রণক্ষেত্রের ফ্রন্টলাইন বদলে যাবে যা গত কয়েক মাস ধরে অপরিবর্তিত রয়েছে। যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণেও ইউক্রেনের এই আক্রমণ বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের জন্যেও তা হবে কঠিন এক পরীক্ষা। কারণ এর মধ্য দিয়েই প্রমাণ হবে কিয়েভ পশ্চিমা দেশের কাছ থেকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জামাদির জন্য অপেক্ষা করছে রণক্ষেত্রে জয়লাভের জন্যে সেগুলো কতোটা কাজ করবে।
কিয়েভের সদরদপ্তরে প্রেসিডেন্ট জেলেনস্কি তার যোদ্ধা বাহিনীকে পাল্টা-আক্রমণের জন্য ‘প্রস্তুত’ বলে উল্লেখ করেছেন। তবে বলেছেন, এজন্য তার সেনাবাহিনীর ‘আরো কিছু জিনিসের প্রয়োজন।’ এর মধ্যে রয়েছে সাঁজোয়া যান যেগুলো ধাপে ধাপে এসে পৌঁছচ্ছে। ইউক্রেনের এসব বাহিনীর কোনো কোনোটিকে নেটো দেশগুলো প্রশিক্ষণ দিয়েছে। ‘আমাদের কাছে যা আছে সেগুলো দিয়েই আমরা সামনের দিকে যেতে পারি, এবং আমি মনে করি, আমরা সফল হতে পারবো,’ ইউরোভিশন নিউজের সদস্য সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন জেলেনস্কি, ‘কিন্তু আমরা অনেক মানুষ হারিয়েছি। আমি মনে করি এটা গ্রহণযোগ্য নয়। সেকারণে আমাদের অপেক্ষা করা প্রয়োজন। আমাদের এখনও আরো কিছু সময় দরকার।’
ইউক্রেন কখন ও কোথায় পাল্টা-আক্রমণ চালাবে তা গোপন রাখা হয়েছে। তবে রুশ বাহিনী ইতোমধ্যে পূর্বাঞ্চলীয় লুহান্সক, ডোনেৎস্ক থেকে দক্ষিণের জাপোরিশা ও খেরসন পর্যন্ত ৯০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে তাদের শক্তি বৃদ্ধি করেছে। রাশিয়ার ওপর পাল্টা-আক্রমণ চালানোর কথা বললেও ইউক্রেনীয় কর্তৃপক্ষ এথেকে খুব বেশি কিছু আশা করার কথা বলছে না। এ মাসের আরো আগের দিকে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ইউক্রেনের নেতারা ‘বুঝতে পারছেন যে তাদের সফল হতে হবে’ কিন্তু তাদের এ আক্রমণকে ১৫ মাস ধরে চলা যুদ্ধের একমাত্র সমাধান বা ‘সিলভার বুলেট’ হিসেবে দেখা ঠিক হবে না।
তারপরেও প্রেসিডেন্ট জেলেনস্কি আস্থা প্রকাশ করেছেন যে, তার সামরিক বাহিনী সামনের দিকে অগ্রসর হতে পারে তবে তিনি ‘ফ্রোজেন কনফ্লিক্টের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। শান্তি চুক্তি বা কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই যখন সশস্ত্র যুদ্ধের অবসান ঘটে তখন তাকে ফ্রোজেন কনফ্লিক্ট বলা হয়। তিনি বলেন, ‘রাশিয়া এরকম পরিস্থিতিই চাইছে’।
পর্যবেক্ষকরা বলছেন কিয়েভের এই পাল্টা-আক্রমণের ফলাফল যদি হতাশাজনক হয়, পশ্চিমা দেশগুলো তাদের সামরিক সাহায্য কমিয়ে দিতে পারে, এবং রাশিয়ার সাথে সমঝোতার জন্যে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সাথে একীভূত করার ঘোষণা দেওয়ার পর বর্তমানে দেশটির এক পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। বিশ্লেষকরা বলছেন তখন এসব এলাকা ছাড় দেয়ার ব্যাপারেও কথাবার্তা হতে পারে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন