তালেবান হানায় ভাঙা দেয়ালে ছবি আঁকেন কাবুলের অ্যাসিড আক্রান্ত তরুণী
১২ মে ২০২৩, ১০:৩৭ এএম | আপডেট: ১২ মে ২০২৩, ১০:৩৮ এএম

তালেবানের হানায় শহর জুড়ে যা ক্ষত তৈরি হয়েছে, তা ঢেকে দিতেই রং তুলি নিয়ে পথে নেমেছেন তরুণী। কাজটা সহজ নয়। বুলেট-বোমায় ক্ষতিগ্রস্ত দেওয়ালে ছবি আঁকা, আফগানিস্তানের মতো রক্ষণশীল একটি দেশের কোনও মহিলার পক্ষে রীতিমতো দুঃসাহসের কাজ। কখনও তার দিকে ছোড়া হয় পাথর, কখনও ছুটে আসে অকথা কুকথা। এমনকি তালেবানি উগ্রপন্থীদের ছোড়া অ্যাসিডেও আহত হয়েছিলেন এই তরুণী। কিন্তু এই সবকিছু সত্ত্বেও তিনি হার মানতে নারাজ। মারের মুখের উপর দিয়ে ফুল ফোটানোর পথেই এগিয়ে চলেছেন শামসিয়া হাসানি।
তালেবান শাসনে কী অবস্থা হবে আফগানভূমের মহিলাদের, তা নিয়ে উদ্বেগ ছিল গোড়া থেকেই। আর আফগানিস্তানে নয়া সরকার প্রতিষ্ঠার পর সত্যি হয়ে গিয়েছে সেইসব আশঙ্কাই। দেখা গিয়েছে মেয়েদের সম্পর্কে মুখে উদারনীতির কথা বললেও, আদতে তাদের ঘিরে কড়া নিষেধের পাঁচিল তুলে দিতেই আগ্রহী তালেবান। তাই মেয়েদের পড়াশোনা নিয়ে যেমন একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে, তেমনই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত শিল্পচর্চার পথ। গানবাজনার সম্প্রচার বন্ধ করার কড়া নির্দেশ জারি হয়েছে দেশে। কিন্তু এ পরিস্থিতিতে পালটা প্রতিবাদের চেষ্টা জিইয়ে রেখেছেন কেউ কেউ। শামসিয়া হাসানি তাদেরই একজন। কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই তরুণী ব্রত নিয়েছেন, তালেবানের গোলাগুলির আঘাত শহরের যেসব দেওয়ালে স্থায়ী ছাপ রেখে গিয়েছে, রং তুলি দিয়েই সেইসব ক্ষত ঢেকে দেবেন তিনি।
যদিও মালালার মতোই, আফগানিস্তানের কান্দাহারে তালেবানের হাতে আক্রান্ত হয়েছিলেন এই তরুণী। ২০০৮ সালের নভেম্বরে অ্যাসিডে ঝলসে গিয়েছিলেন তিনি। কাবুল এবং দিল্লিতে দীর্ঘ চিকিৎসার পর তিনি সেরে উঠেছেন। চোখে অবশ্য রয়ে গিয়েছে চিরস্থায়ী ক্ষত। কিন্তু দেশের বুক থেকে যুদ্ধের ক্ষত মুছে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ শামসিয়া। তাই গত কয়েক বছর ধরে, কাবুলের ক্ষতবিক্ষত দেওয়ালগুলোয় নানা উজ্জ্বল রঙ ব্যবহার করে তিনি তুলে ধরেছেন যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ের নির্মমতাকে। তালেবান শাসনে মেয়েদের কী অবস্থা, সে কথাও তিনি তুলে ধরেছেন তার ছবিতে।
যদিও তালেবানি মনোভাবাপন্ন জনতার অত্যাচারে অনেকসময়ই পুরো গ্রাফিতি এঁকে উঠতে পারেন না তিনি। কিন্তু শামসিয়ার বক্তব্য, মানুষের মন থেকে যুদ্ধের সব যন্ত্রণার স্মৃতি মুছে দিতে চান তিনি। তবে মানুষের মনের উপরে তাঁর হাত নেই। তাই মানুষের চোখে যে দেয়ালগুলি পড়ে, সেখানেই এই ক্ষত মুছে দিয়ে আনন্দের বার্তা দিতে চান শামসিয়া হাসানি। সূত্র: দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কোটালীপাড়ায় দিনদুপুরে যুবককে খুন করে বাড়িতে ডাকাতি

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

বরিশালের ২৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

কমপ্লিট শাটডাউনে সরব ইন্টার্ন চিকিৎসকরা : সিলেটে চিকিৎসা সেবা ব্যাহত !
আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের, ৩৩৭টি ড্রোন ধ্বংস; নিহত ১

মুকসুদপুরে এসিল্যান্ডের ‘অনুমতিতে’ অবৈধভাবে বালু তুলছেন বিএনপি নেতারা

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক চাপায় শিশু নিহত

সালথায় বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলায় পুলিশের ঘুষ বানিজ্য

পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ

এবার যে ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার