কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের আহবান চ্যাটজিপিটি প্রধানের
১৭ মে ২০২৩, ০৬:১৯ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ০৬:১৯ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছেন অত্যাধুনিক চ্যাটবট চ্যাটজিপিটি-এর নির্মাতা। চ্যাটজিপিটি-এর প্রধান সংস্থা ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান, মঙ্গলবার মার্কিন সেনেট কমিটির সামনে নতুন প্রযুক্তির সম্ভাবনা এবং এর ত্রুটিগুলো সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন৷
গত কয়েক মাসে বেশ কিছু এআই মডেল বাজারে এসেছে। অল্টম্যান বলেন, এআই কোম্পানিগুলোকে লাইসেন্স দেয়ার জন্য একটি নতুন সংস্থা গঠন হওয়া প্রয়োজন। চ্যাটজিপিটি এবং অন্যান্য অনুরূপ প্রোগ্রামগুলো অবিশ্বাস্যভাবে মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করতে পারে - তবে এটি অনেক ভুল তথ্যও দিতে পারে। ৩৮ বছর বয়সী স্যাম অল্টম্যান যেন ক্রমবর্ধমান এআই শিল্পের মুখপাত্র হয়ে উঠেছেন।
এআই এর ফলে নৈতিকতা বিষয়ক যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলোর সমাধান বের করতে পিছপা হননি তিনি এবং এ কারণে তাকে এই প্রযুক্তি নিয়ন্ত্রণে অনেক চাপের মুখেও পড়তে হয়। তিনি বলেছিলেন যে এআই "ছাপাখানার" মতো বড় শিল্প হতে পারে তবে এর সম্ভাব্য ঝুঁকির কথাও তিনি স্বীকার করেছেন। অর্থনীতিতে এআই-এর যে বড় ধরণের প্রভাব থাকতে পারে তাও স্বীকার করেছেন তিনি।
সেইসাথে এআই প্রযুক্তি যে মানুষের চাকরির জায়গা দখল করতে পারে এবং এর প্রভাবে যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনবল ছাঁটাই হতে পারে এমন আশঙ্কার কথাও তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, "চাকরিতে এর প্রভাব পড়বে। আমরা বিষয়টি খুব স্পষ্ট করেই বলতে চেষ্টা করি।"
যাইহোক, কিছু সেনেটর যুক্তি দিয়েছিলেন যে, ওপেনএআই-এর বিরুদ্ধে সাধারণ মানুষের মামলা দায়ের করা আরও সহজ করার জন্য নতুন আইনের প্রয়োজন। অল্টম্যান আইন-প্রণেতাদের বলেছেন যে, তিনি গণতন্ত্রের উপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন। নির্বাচনের সময় কোন নির্দিষ্ট স্থানে ভুল তথ্য পাঠাতে এআই কীভাবে ব্যবহার হতে পারে সে কথাও তিনি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের একটি নতুন সংস্থা এই শিল্পকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যাপারে তিনি বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন – এরমধ্যে রয়েছে, এআই কোম্পানিগুলোকে অনুমোদন দেয়া নেয়ার বিষয়টি। তিনি আরও বলেন, ওপেনএআই-এর মতো সংস্থাগুলোকে স্বাধীনভাবে যাচাই বাছাই করা উচিত। রিপাবলিকান সেনেটর জশ হাওলে বলেছেন যে, এটি এক ধরণের বৈপ্লবিক প্রযুক্তি হতে পারে, তবে নতুন প্রযুক্তিকে "পারমাণবিক বোমা" আবিষ্কারের সাথে তুলনা করেছেন তিনি।
ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল তার পর্যবেক্ষণের ভিত্তিতে জানিয়েছেন, “আমরা যেরকম ভবিষ্যৎ চাই, এআই নির্ভর ভবিষ্যৎ যে সেরকমই হতে হবে, তা অপরিহার্য নয়"। "আমাদের খারাপ দিকগুলোর চাইতে ভাল দিকগুলোকে আরও বাড়াতে হবে। কংগ্রেসের এখন বেছে নেয়ার সুযোগ রয়েছে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলাম তখন আমাদের বেছে নেয়ার সুযোগ ছিল। তখন আমরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলাম," তিনি সতর্ক করেন।
এই সাক্ষ্য থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা হল এই শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন সংস্থা গঠনের বিষয়ে দুই পক্ষেরই সমর্থন রয়েছে। যাইহোক, প্রযুক্তিটি এত দ্রুত এগিয়ে চলছে যে, আইন-প্রণেতারাও ভেবেছিলেন এই জাতীয় সংস্থার টিকে থাকা আদৌ সম্ভব হবে কিনা। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালায় ভূমি সিনিয়র সচিব নির্ভুল কর আদায় করতে হবে
সহযোগিতার হাত বাড়ালেন বিএনপি নেতা কৃষিবিদ শামীম
‘ফ্যাসিস্ট দল আ.লীগর ব্যাপারে আপস করা চলবে না’
আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে
সড়ক দুর্ঘটনায় সখিপুরের তিনজন নিহত
পাথর কোয়ারি খুলে দেওয়াসহ খোলাবাজারে ভাঙ্গা চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে সমাবেশ
খুলনার কয়রায় অজগার উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাউন্সিলরের লাশ উদ্ধার
যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবেঃ রিজওয়ানা হাসান
যশোর বিমানবন্দরে পানিসম্পদ উপদেষ্টাকে ফুল দিয়ে স্বাগত জানাল বৈষম্য বিরোধীর শিক্ষার্থীরা
যশোরে নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি, এসিআই কোম্পানির ২০ লাখ টাকা লুট
এলো নির্বাচনের পূর্ণাঙ্গ ফল,দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে ট্রাম্পের বাজিমাত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ৫ জন যোগ দিচ্ছেন, সন্ধ্যায় শপথ
বগুড়ায় শ্মশানে সমাধিস্থ বৈরাগী হিন্দু নারীর সমাধিতে সুড়ঙ্গ কেটে মাথা উধাও ঘটনায় এলাকায় চাঞ্চল্য
মঠবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ খাল থেকে উদ্ধার
কুড়িগ্রামে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২
অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের ২২ বছরের অপেক্ষার অবসান
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার-৩
আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন : হাসনাত আবদুল্লাহ