পুতিনের সঙ্গে আলোচনার অপেক্ষায় শলৎস
২৬ মে ২০২৩, ০৬:৪২ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৬:৪২ পিএম

জার্মান চ্যান্সেলর শলৎস আবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলতে চলেছেন। বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, সে দেশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করা হচ্ছে।
গত বছর রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানোর ঠিক আগে পর্যন্ত পশ্চিমা বিশ্বের একাধিক নেতা বারবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও পুতিনকে এমন হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেন। যুদ্ধ শুরু হবার পর তিনি বা অন্যান্য নেতারা আর মস্কোয় যাননি। তবে টেলিফোনে পুতিনের সঙ্গে সংলাপ চালিয়ে গেছেন শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। শলৎস গত ডিসেম্বর মাসে শেষবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জার্মানির এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আবার রুশ প্রেসি়ডেন্টের সঙ্গে আলোচনার পূর্বাভাস দিয়েছেন।
ডিসেম্বর মাসের শুরুতে পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার আলোচনায় শলৎস আবার ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক নীতি’ অনুসরণ করার অভিযোগ করেন। তারপর থেকে বার্লিন ও মস্কোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। কোলোন শহরের ‘ক্যোলনার স্টাট-আনসাইগার' সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে শলৎস ইউক্রেনের প্রতি লাগাতার সমর্থন ও সহায়তার অঙ্গীকার করলেও ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত এড়ানোর লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন। সে ক্ষেত্রে একক সিদ্ধান্তের বদলে বন্ধু ও সহযোগী দেশগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের প্রয়োজনও তুলে ধরেন তিনি। রাশিয়ার অধিকৃত এলাকার সীমান্ত মেনে নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ‘শীতল শান্তি'-র সম্ভাবনা উড়িয়ে দেন জার্মান চ্যান্সেলর।
এদিকে শুক্রবার ভোরেও ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ রাজধানী কিয়েভের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বাড়তি বিপদের আশঙ্কা করেছে। তবে গোটা অঞ্চলে এয়ার ডিফেন্স প্রণালীগুলি ঠিকমতো কাজ করছে বলে জানানো হয়েছে। ভিয়েতনাম সফররত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন সংকট বহুদিন ধরে চলবে। এমনকি কয়েক দশক পরেও হয়তো সংকটের অবসান হবে না।
ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বজায় রাখতে রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশে ‘ট্যাকটিকাল’ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করেছে বলে দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো। তিনি অবশ্য অস্ত্রের সংখ্যা ও স্থান জানাতে প্রস্তুত নন। পোল্যান্ডের সীমান্তে এমন অস্ত্র মোতায়েন করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও আগে শোনা গিয়েছিল। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

এরদোগানকে সউদী যুবরাজের অভিনন্দন

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি কক্ষ পুড়ে ছাই

শ্যামলীতে আগুন: একজনের লাশ উদ্ধার, নিরাপদে উদ্ধার ১৬জন

ক্লাব ছাড়ার গুঞ্জনের ব্যাপারে বেনজেমা / 'বাস্তবতা ইন্টারনেটের জগৎ থেকে ভিন্ন'

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা

পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের জন্য যত বরাদ্দ

স্মার্ট দেশ গড়ার প্রত্যয়

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-১

হজের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরি মাসায়েল-৫

দাম বাড়বে

দাম কমবে

চলমান সঙ্কট সমাধানের পথরেখা নেই : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সঙ্কট স্বীকার করা হয়নি ও সমাধানের কথাও নেই -সিপিডি

কর আদায়ের লক্ষ্য পূরণই চ্যালেঞ্জ -এফবিসিসিআই সভাপতি

সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট -ওবায়দুল কাদের

সরকার ঋণ করে ঘি খাচ্ছে : আমীর খসরু

এটা নির্বাচনমুখী বাজেট বাস্তবসম্মত নয় : জি এম কাদের

অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতা অস্পষ্ট করেছেন -রাশেদ খান মেনন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

সুষ্ঠু নির্বাচনের কি ব্যবস্থা নিয়েছে ইসির কাছে জানতে চেয়েছে জাপান