ইমরানের দলত্যাগীদের নতুন দল ঘোষণা
০৯ জুন ২০২৩, ০৯:১০ এএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ০৯:১০ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ত্যাগ করা রাজনীতিকরা দেশটিতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নামের একটি রাজনৈতিক দল গঠন করেছেন তারা।
দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থনে ইমরানের দলত্যাগী নেতারা নতুন এই দল গঠন করেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নতুন এই দলের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইপিপির নেতারা।
ইমরান খানের ঘনিষ্ঠ ও পুরোনো বন্ধু জাহাঙ্গীর খান তারিনের নেতৃত্বে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটেছে। ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ৯ মে পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় কর্মী-সমর্থকদের হামলার পর পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা দলটি থেকে বেরিয়ে যান।
বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর খান তারিন পিটিআইত্যাগী নেতাদের নিয়ে নতুন রাজনৈতিক দল ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা নতুন রাজনৈতিক দল ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির ভিত্তি স্থাপন করছি। এ সময় সংবাদ সম্মেলনে আলিম খান, ইমরান ইসমাইলসহ পিটিআইয়ের সাবেক বেশ কয়েকজন নেতাকেও দেখা গেছে।
২০১৮ সালে ইমরান খান নেতৃত্বাধীন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পিটিআইয়ের সাবেক এই নেতা বলেছেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। পিটিআই নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির এই কোটিপতি রাজনীতিকের বিরুদ্ধে অর্থপাচার মামলা দায়ের হলে ইমরান খানের সাথে দূরত্ব তৈরি হয় তার।
তারিন বলেন, পাকিস্তানকে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করার সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য আমরা একটি প্ল্যাটফর্মে জড়ো হয়েছি। তিনি বলেছেন, দেশে এমন একটি রাজনৈতিক নেতৃত্ব দরকার; যারা সামাজিক, অর্থনৈতিকসহ বিদ্যমান সব সমস্যার সমাধান করতে পারে।
ইমরানের দলত্যাগী এই নেতা বলেন, গত ৯ মের ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতেও হামলা হতে পারে।
দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ বলছে, নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার আগে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, ইমরান ইসমাইল, আলী জাইদিসহ ইমরান খানের কয়েকজন সাবেক ঘনিষ্ঠ সহযোগী তারিনের সাথে দেখা করেছিলেন।
বুধবার পিটিআইয়ের ১০০ জনেরও বেশি সাবেক নেতা ও সংসদ সদস্য তাদের নতুন নেতা তারিনের সাথে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টিতে যোগ দিয়েছেন। ডন বলছে, নতুন এই দলটিতে পিটিআইয়ের ১২০ জনেরও বেশি সাবেক নেতা ও আইনপ্রণেতা রয়েছেন।
সেনাবাহিনীর পূর্ণ সমর্থনে গঠিত হওয়ায় নতুন এই দলটিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও রাজনৈতিক বিশেষজ্ঞরা ‘বাদশাহদের দল’ বলে অভিহিত করেছেন। আগামী নির্বাচনে দলটি শক্তিশালী হিসাবে আবির্ভূত হওয়ার পাশাপাশি ক্ষমতার অংশীদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন, পিটিআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা