বিরোধী জোটে ‘দুঃস্বপ্ন’ দেখছে বিজেপি!
১৮ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম
বিরোধী জোট শক্তিশালী হতেই আতঙ্কিত ভারতে ক্ষমতাসীন বিজেপি। শক্তি দেখাতে মঙ্গলবারই ৩৮ দলের এনডিএ’র শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। কিন্তু রাজধানীর অশোকা হোটেলে ‘বিগ শো’র পরিপ্রেক্ষিতেও খটকা থেকেই যাচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, জোটসঙ্গীদের মন বুঝে সবাইকে একসঙ্গে ধরে রাখার কাজটা খুব সহজ হবে না বিজেপির পক্ষে। বিশেষ করে বিহার ও মহারাষ্ট্রের মতো রাজ্যে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি নীতীশ কুমারের জেডিইউ ও রামবিলাস পাসোয়ানের এলজেপির হাত ধরেছিল। ৪০টি আসনের মধ্যে ৩৯টিতেই জয় পেয়েছিল এনডিএ। এর মধ্যে বিজেপি পেয়েছিল ১৭টি আসন। জেডিইউ ১৬ ও এলজেপি ৬। কিন্তু গত কয়েক বছরে পুরো ছবিটাই পালটে গিয়েছে। নীতীশের সঙ্গে গেরুয়া শিবিরের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে।
২০২০ সালে রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর এলজেপি ভেঙে গিয়েছে। চিরাগ পাসোয়ান ও তার চাচা পশুপতি পারসের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। বিজেপি চাইছে দুই পক্ষকেই সঙ্গে নিয়ে চলতে। কিন্তু চিরাগের হাত ধরতে নারাজ পশুপতি। এই পরিস্থিতি সামাল দেয়াটা বিজেপির পক্ষে প্রবল চ্যালেঞ্জের। অন্যদিকে উপেন্দ্র কুশওয়ালা ও জিতান রাম মাঝির মতো নেতাদের সঙ্গে আসন বণ্টন নিয়ে বোঝাপড়াও করতে হবে। সব মিলিয়ে বিহারে বিজেপির পক্ষে কাজটা বেশ চাপের।
একই ভাবে মহারাষ্ট্রের ছবিটাও বেশ গোলমেলে। ২০১৯ সালে শিব সেনার সঙ্গে হাত মিলিয়েছিল বিজেপি। ৪৮টি আসনের মধ্যে ২৩টি জিতেছিল বিজেপি। শিব সেনা পেয়েছিল ১৮টি আসন। কিন্তু পরে মহারাষ্ট্রের নির্বাচনে শিব সেনা বিজেপির হাত ছেড়ে এনসিপি ও কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করেছিল। গত বছর শিব সেনা ভেঙে যায়। ভাঙে এনসিপিও। দুই ভাঙনের পিছনেই বিজেপির ‘উসকানি’র অভিযোগ রয়েছে। কিন্তু তাতেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে খুব স্বস্তিতে নেই বিজেপি। অজিত পওয়ার শিবিরের এনডিএ সরকারে যোগদানকে মোটেই ভাল চোখে দেখছে না শিণ্ডে শিবির।
এদিকে হরিয়ানায় দুষ্মন্ত চৌতালার জেজেপির সঙ্গে মিলে সরকার চালাচ্ছে বিজেপি। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে ১০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাই করতে চায় গেরুয়া শিবির। যার ফলে জেজেপির সঙ্গে তাদের ভাঙন কেবলই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
এভাবেই প্রতিটি রাজ্যেই কমবেশি জোটসঙ্গীদের সঙ্গে সমীকরণ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে বিজেপিকে। বলা হচ্ছে, বিরোধী জোটের বৈঠক ঘিরে কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে মোদির। আর তাই নতুন করে জোটসঙ্গীদের সঙ্গে সমীকরণ ঝালিয়ে নিয়ে বুঝেশুনে চব্বিশের ব্লু প্রিন্ট তৈরি করে এগনোর পরিকল্পনা তাদের। কিন্তু কাজটা যে বেশ কঠিন, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ। সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা