অস্থায়ী বিধান কী করে স্থায়ী হল? কাশ্মীর নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের
০৪ আগস্ট ২০২৩, ১০:৫১ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১০:৫১ এএম
অনুচ্ছেদ ৩৭০-কে সংবিধানে একটি অস্থায়ী বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে। ১৯৫৭ সালে অধিকৃত জম্মু ও কাশ্মীরের গণপরিষদের মেয়াদ শেষ হয়। তারপর সেই অস্থায়ী বিধান কীকরে স্থায়ী বিধানে পরিণত হল? পাশাপাশি, গণ পরিষদের অস্তিত্বই যেখানে নেই, সেখানে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সুপারিশ কীভাবে করা যেতে পারে? প্রশ্ন ছুড়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট।
২০১৯-এর ৫ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিল করেছিল কেন্দ্র। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটানো হয়েছিল। মোদী সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনজমা পড়েছে সুপ্রিম কোর্টে। এদিন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কিষাণ কওল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্তের সাংবিধানিক বেঞ্চে, বৃহস্পতিবার থেকে সেই আবেদনগুলির শুনানি শুরু হল।
আবেদনকারীদের পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিবল। অনুচ্ছেদ ৩৭০-এর ৩ নম্বর ধারার উল্লেখ করে শীর্ষ আদালত জানায়, এই অনুচ্ছেদ কার্যকর হবে কি হবে না তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারেন প্রেসিডেন্ট। অনুচ্ছেদের বিধানে কোনও ব্যতিক্রম রাখা হবে কিনা, কিংবা কোনও পরিবর্তন করা হবে কিনা, তাও ঠিক করতে পারেন প্রেসিডেন্ট। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অনুচ্ছেদ কার্যকর থাকবে, তাও ঠিক করতে পারেন তিনি।
তবে শর্ত অনুযায়ী, এই ধরনের বিজ্ঞপ্তিগুলি জারি করার আগে গণপরিষদের সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতিকে। কিন্তু, গণপরিষদের মেয়াদ ফুরোলে কী করা হবে, তার কোনও নির্দেশ নেই। কোনও গণপরিষদই অনির্দিষ্টকাল ধরে সক্রিয় থাকতে পারে না। গণপরিষদের অস্তিত্ব যেখানে নেই, সেখানে তাদের সুপারিশ গ্রহণ করে এই অনুচ্ছেদ বাতিলের বিজ্ঞপ্তি কীকরে করবেন প্রেসিডেন্ট? বিচারপতি গাভাই জিজ্ঞেস করেন ১৯৫৭ সালে জম্মু ও কাশ্মীরের গণপরিষদের মেয়াদ শেষ হওয়ার পর কি অনুচ্ছেদ ৩৭০ সম্পর্কে কিছু করা যেত না?
কপিল সিবল জানান, তাদের মূল যুক্তিই হচ্ছে, গণপরিষদের সুপরিশ ছাড়া প্রেসিডেন্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সুপারিশ করতে পারেন না। অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে এক রাজনৈতিক আইনের মাধ্যমে। এটি কোনও সাংবিধানিক আইন নয় বলে দাবি করেন কপিল সিবল। তিনি বলেন, ‘সংসদ নিজেই গণপরিষদের ভূমিকা নিয়েছিল এবং অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে বলেছিল, এটা নাকি জম্মু ও কাশ্মীরের জনগণের ইচ্ছায় করা হচ্ছে।’ যেভাবে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে, সেই প্রক্রিয়ার বিরোধিতা করছেন তারা। কপিল সিবল আরো জানান, ১৯৫৭ সালের পর এই বিষয়ে কিছু করা যেত কিনা, সেটা বর্তমান আদালতের আলোচ্য বিষয় নয়। তিনি বলেন, ‘বর্তমানে আদালতে একটি সাংবিধানিক বিধানের ব্যাখ্যা করা হচ্ছে।’
শীর্ষ আদালত জানিয়েছে, মঙ্গলবার (৮ অগস্ট) ফের এই মামলার শুনানি হবে। এই বিষয়ে প্রতিদিনই শুনানি চলবে। শুধুমাত্র সোম ও শুক্রবার এই মামলার শুনানির কাজ বন্ধ থাকবে। সপ্তাহের এই দুইদিন সাধারণত সুপ্রিম কোর্টে বিবিধ বিষয়ে শুনানি হয়। বিশেষ করে নতুন মামলার শুনানি শুরু করা হয় এই দিনগুলিতে, নিয়মিত বিষয়গুলি শুনানি হয় না।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ প্রবর্তন করেছিল কেন্দ্র। এই আইনের জোরে ওই বছরের ৫ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর রাজ্য তার আগে পর্যন্ত যে বিশেষ মর্যাদা পেত, তার অবসান ঘটেছিল। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীর (বিধানসভা-সহ) এবং লাদাখ (বিধানসভা ছাড়া) এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল রাজ্যটিকে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কম্বল নিয়ে রাতে অসহায় শীতার্তদের পাশে ইউএনও
গফরগাঁওয়ে রাতে সড়কের ১জনের মৃত্যু আহত ২
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আটক
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি
আলবেনিয়ায় ভুয়া ভিসার নামে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি