মার্কিন-ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছি
১৩ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের সঙ্গে দেশটির গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন নয়াদিল্লির মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেন, আমি এরিক গারসেটি। যুক্তরাষ্ট্রের পক্ষে আমি প্রেসিডেন্ট জো বাইডেনের রাষ্ট্রদূত হিসেব ভারতে কাজ করার সুযোগ পেয়েছি। আমাকে স্বীকার করতেই হবে যে আমার সারা জীবনের মধ্যে এখানে কাজ করেই আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। কিন্তু তার চেয়েও বড় কথা, আপনাদের সঙ্গে নিয়ে আমরা মার্কিন-ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছি।
বিজনেস স্ট্যান্ডার্টের খবরে বলা হয়েছে, ভারতের মুম্বাই শহরে যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গারসেটি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন কতটা ঘনিষ্ঠ সেটা দ্বারা নির্ধারিত হয় না। আমাদের দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতার মাধ্যমেই এটি প্রতিফলিত হয়।
তিনি বলেন, আমেরিকা ও ভারতের মধ্যকার সম্পর্ক প্রায়ই আমাদের দুই দেশের নেতা বা সরকারের ঘনিষ্ঠতার মাধ্যমে নির্ধারণ করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে এটি আমাদের দুই দেশের জনগণের ঘনিষ্ঠতায় প্রতিফলিত হয়। আমাদের বন্ধুত্ব নতুন নয়। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের বহু আগে থেকেই রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, কয়েক সপ্তাহ আগে নরেন্দ্র মোদির ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর নিয়ে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি ব্রিফিং লিখেছিলাম। সেখানে বলেছি সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী ৭০ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রকে সমর্থন করে, যা আমাদের দেশের চেয়েও বেশি। আমাদের চেয়েও আমাদের বেশি ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত তার আহমেদাবাদ সফরের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ভারতে আসার পর এটি এখনো আমার সেরা সফর।
এই অনুষ্ঠান নিয়ে এক টুইটবার্তায় গারসেটি লেখেন, কী স্মরণীয় সন্ধ্যা! যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আবারও মুম্বাই আসতে পারা আমার জন্য আনন্দের। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে সম্মান জানানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বের গভীরতার বিষয়ে কথা বলা, এই ম্যাগা শহরে এমন গুরুত্বপূর্ণ উপলক্ষ উদযাপন আসলে আনন্দের।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আশুলিয়ার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
ইবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সাতকাহন’
নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি
বই উৎসবের নামে গত দেড় দশকে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান
আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে : প্রধান উপদেষ্টা
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের