বেইজিংয়ে জাপানের দূতাবাসে হামলা, ফুকুশিমার আঁচে ফুটছে চীন
২৯ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম
বিইজিংয়ে জাপানের দূতাবাসে ইট ছোঁড়ার অভিযোগ উঠল চীনের নাগরিকদের বিরুদ্ধে। ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে সমুদ্রে ‘বিষাক্ত’ পানি ফেলার কারণে জাপানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ চীন। এ নিয়ে সেদেশে বসবাসকারী জাপানিদের উদ্দেশে আগেই সতর্কবার্তা জারি করেছিল টোকিও।
জানা গিয়েছে, বেইজিংয়ে জাপানের দূতাবাসে ইট ছোঁড়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োসিমাসা হায়াশি। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ করতে বলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন, তিনি যেন চীনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন।
মঙ্গলবার চীনকে তোপ দেগে হায়াশি বলেন, ‘এ ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগের। আমরা চীনের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, এই বিষয় তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। চীনের নাগরিকদের যেন শান্ত হওয়ার নির্দেশ দেয়া হয়। বেইজিংয়ের উচিৎ তাদের নাগরিকদের সঠিক তথ্য দেয়া। ফুকুশিমার পানি ছাড়ার ব্যাপারে আগেই তাদের জানানো হয়েছিল। ফলে চীনাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’
প্রসঙ্গত, চীনে বসবাসকারী নাগরিকদের উপর হামলার আশঙ্কা আগেই করেছিল জাপান। গত শুক্রবার প্রবাসীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে টোকিও। বলা হয়, ‘জনসমক্ষে জাপানিতে ফিসফিস করে কথা বলবেন। সতর্ক থাকবেন। অযথা ঝামেলায় জড়াবেন না।’ এবার সেই আশঙ্কা সত্যি করে হামলা করা হল জাপানের দূতাবাসে।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে আঘাত হানে সুনামি। দানবীয় ঢেউয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা আণবিক কেন্দ্র। তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কায় কেঁপে ওঠে দেশটি। তারপরই ফুকুশিমার ওই কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। আসলে ভয়াবহ সুনামি ও ভূমিকম্পের ধাক্কায় প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। সেই সময় ক্ষতিগ্রস্ত চুল্লিগুলিকে ঠান্ডা করতেই ১০ লক্ষ মেট্রিক টন পানি ব্যবহার করবে জাপান। গত মাসে সেই পানি সমুদ্রে ফেলার অনুমতি দেয় ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’। ফলে তেজস্ক্রিয় সেই পানি মিশবে সমুদ্রে।
টোকিও অবশ্য দাবি করছে, ওই পানি নিরাপদ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলিকে সরাতে পানি ফিল্টার করেই ছাড়া হবে। গত বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ‘বিষাক্ত’ পানি ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে জাপান। এর জেরে ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা। রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতেও। ভয়ে ভয়ে রয়েছেন সমুদ্র উপকূলের মৎস্যজীবী ও দোকানদাররা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব