জম্মু-কাশ্মির কবে রাজ্যের মর্যাদা পাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের
৩০ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম
কতদিনে জম্মু ও কাশ্মিরকে সাধারণ রাজ্য ব্যবস্থার অধীনে আনা হবে? মঙ্গলবার (২৯ আগস্ট) কেন্দ্রের কাছে তার সময়সীমা চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বর্তমানে এটি দুই কেন্দ্রশাসিত অঞ্চলে (ইউটি) বিভক্ত। শুধু তাই নয়, এ স্থানের উন্নয়নের একটি রোডম্যাপও দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করা একগুচ্ছ পিটিশনের শুনানি করছে ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ। এ ৩৭০ ধারার মাধ্যমে এর আগে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর।
শুনানির সময় কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে বলেন, ‘জম্মু-কাশ্মিরকে জম্মু ও কাশ্মির এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পদক্ষেপ একটি ‘অস্থায়ী ব্যবস্থা’। এ দুটিকে ভবিষ্যতে একটি রাজ্য হিসেবে ফিরিয়ে আনা হবে। তবে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকবে লাদাখ।’
তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে একটি বৈঠকের অপেক্ষা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো ‘ইতিবাচক বিবৃতি’ দিতে সক্ষম হবেন।’
এদিকে, তুষার মেহতার যুক্তি খতিয়ে দেখে বেঞ্চ পাল্টা প্রশ্ন করে, ‘এটা ঠিক কতটা অস্থায়ী? জম্মু ও কাশ্মীরে কবে নির্বাচন হবে? কোনো রোডম্যাপ থাকলে তা দেখাতে হবে। আপনি কীভাবে একটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করতে পারেন এবং কতদিন ধরে এটি এমনভাবে থাকবে তা জানাতে একটি বিবৃতি দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করা গুরুত্বপূর্ণ।’
সলিসিটর জেনারেল বলেন, ‘২০২০ সালে জম্মু ও কাশ্মিরে জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৩৭০ ধারা বাতিলের পর প্রথম নির্বাচন ছিল সেটি।’
৩৭০ ধারা বাতিলের আগে এবং পরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরে তুষার বলেন, ‘হরতাল, হামলা ও অশান্তির কারণে ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বারবার বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সেখানে স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে। যখন রাজ্য পুনর্গঠিত হবে, তখন তরুণদের কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা হবে, সরকার কীভাবে কাজ করবে তার একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জওহরলাল নেহেরুর সময়ে ভারতীয় সংবিধানে কাশ্মিরকে দেওয়া বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের নির্দেশনা দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপতি। জম্মু ও কাশ্মির রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ এবং জম্মু-কাশ্মির নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এর ফলে অবধারিতভাবে সংবিধানের ৩৫-ক ধারারও বিলুপ্তি ঘটে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী