গ্রিন কার্ড পেতে পেতে মরেই যাবে লাখ লাখ ভারতীয়! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আজীবন অপেক্ষা করতে হতে পারে ১১ লাখ ভারতীয়! রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাটো ইন্সটিটিউটের দেয়া তথ্য ঘিরে শোরগোল। জি২০ সম্মেলনে যোগ দিকে বৃহস্পতিবার দিল্লি সফরে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে এই ইস্যুতে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত।
ক্যাটো ইন্সটিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, বকেয়া গ্রিন কার্ডের আবেদনকারীর ৯০ শতাংশই ভারতীয়। এদের মধ্যে কার্ড হাতে পাওয়ার আগেই মৃত্যু হতে পারে ৪ লাখ ২৪ হাজার আবেদনকারীর। মোট ১১ লাখ ভারতীয়কে গ্রিন কার্ডের জন্য সারা অপেক্ষা করতে হবে। একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে ওয়াশিংটনের ক্যাটো ইন্সটিটিউট।
আমেরিকায় স্থায়ীভাবে থাকা ও কাজের ক্ষেত্রে আবশ্যিক নথির অন্যতম হল গ্রিন কার্ড। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে বকেয়া গ্রিন কার্ডের আবেদনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৮০ হাজার। মার্কিন আইন অনুযায়ী, কোনও দেশ ৭ শতাংশের বেশি গ্রিন কার্ড পেতে পারে না। একে বলা হয় ‘ক্যাপ’। চলতি বছরে এই ক্যাপের সংখ্যা কম হওয়ায় গ্রিন কার্ড দেয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গ্রিন কার্ড পাওয়ার পদ্ধতিটি বেশ জটিল। নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিক কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে পারে কোনও মার্কিনি সংস্থা। এই আবেদন ওয়েটিং লিস্টে রাখা হয়। এর পর ক্যাপ অনুযায়ী নির্ধারিত দেশটি গ্রিন কার্ড পেতে পারে কিনা তা খুঁটিয়ে পরীক্ষা করেন মার্কিন কর্মকর্তারা। সেখানে জায়গা ফাঁকা থাকলে তবেই গ্রিন কার্ড ওই ব্যক্তিকে দেয়া হয়।
চলতি বছরের মার্চে বিভিন্ন সংস্থার তরফে করা গ্রিন কার্ডের ৮০ হাজার ৩২৪টি আবেদন বকেয়া পড়েছে বলে জানা যায়। এই সমস্ত অভিবাসীদের স্ত্রী ও সন্তান মিলিয়ে গ্রিন কার্ডের বকেয়া আবেদনের সংখ্যা ওই মাসে গিয়ে দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৬৩৫।
প্রসঙ্গত, গ্রিন কার্ড হাতে না পেয়ে মার্কিন সংস্থায় কর্মরত বহু বিদেশি নাগরিক অভিবাসন দফতরের কাছে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। ক্যাটো ইন্সটিটিউটের দাবি, সেই সংখ্যাটা ১৩ লাখের আশেপাশে। যদিও এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে কোনও তথ্য দেয়া হয়নি।
এছাড়া বিদেশি নাগরিকদের স্থায়ী শ্রমিক সার্টিফিকেট দেয় আমেরিকা। এই নথিটিও অভিবাসীদের গ্রিন কার্ড পেতে সাহায্য করে। বর্তমানে স্থায়ী শ্রমিক সার্টিফিকেটের আবেদন বকেয়া রয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার ২৩৪, জানিয়েছে ক্যাটো ইন্সটিটিউট। সূত্রের খবর, ভারতের পাশাপাশি গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে চীনের নাগরিকদের অপেক্ষা করতে হবে অন্তত ১৭ বছর।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত