পরিত্যক্ত কয়লাখনি অঞ্চল ঢেলে সাজাচ্ছে জার্মানি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ এএম
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কয়লার ব্যবহার প্রশ্নের মুখে পড়ছে। জার্মানি পুরোপুরি কয়লা বর্জনের রোডম্যাপ স্থির করার পাশাপাশি খনি অঞ্চলের টেকসই রূপান্তরের প্রতিও মনোযোগ দিচ্ছে। জার্মানির পূ্র্বাঞ্চলে গ্রোসকোশেন গ্রাম। বার্লিনের প্রায় দেড়শো কিলোমিটার দক্ষিণে এবং পোল্যান্ডের সীমান্তের কাছে অখ্যাত জায়গাটি একহার্ড হোইকার বাইক রেন্টালের বিপুল চাহিদার কারণে অঞ্চলের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
২০ বছর আগে হোইকা যখন তার ব্যবসা শুরু করেছিলেন, তখন কেউ বিশ্বাসই করে নি যে লাউসিৎস নামের এই অঞ্চল আদৌ কোনো পর্যটক আকর্ষণ করতে পারবে। কয়লাখনির জন্য পরিচিত এই অঞ্চলের গঠন অনেকটা চাঁদের পৃষ্ঠের মতো। একহার্ড বলেন, ‘সবাই আমাকে প্রশ্ন করতো, তুমি কী করো? মানুষকে গর্ত দেখাও? সে সময় মানুষের মনমেজাজ ভালো ছিলো না। তখন ওপেন কাস্ট মাইনের অনেক পিট তখনো চালু ছিলো। আজ স্থানীয় মানুষ অতীত নিয়ে গর্ব করে।’
লাউসিৎসের কয়লা শিল্পে এক সময়ে প্রায় ৮০,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু গত শতাব্দীর নব্বাইয়ের দশকের শেষে জার্মানির জ্বালানি খাতের কাঠামো ঢেলে সাজানো হয়। সে সময়ে অনেক খনি বন্ধ হয়ে যায়। প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়। প্রতি পাঁচ জনের মধ্যে একজন সেই অঞ্চল ছেড়ে চলে যান। বর্তমানে জার্মানি ২০৩৮ সালের মধ্যে কয়লার ব্যবহার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। লিগনাইট উত্তোলনের শেষ ওপেন কাস্ট মাইনও বন্ধ হয়ে যাবে।
খনিগুলি ধাপে ধাপে ইউরোপের সবচেয়ে বড় হ্রদ এলাকায় রূপান্তরিত করা হচ্ছে। প্রায় সাড়ে তিনশো বর্গ কিলোমিটার জুড়ে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগ লাউসিৎস অঞ্চলকে পরিবেশবান্ধব ছুটি কাটানোর জায়াগা হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করছে। আজ এই অঞ্চলে চওড়া সাইকেল ট্র্যাক, হোটেল ও নানা সৌধ শোভা পাচ্ছে। ‘রাস্টি নেল’ নামের এক সৌধ শিল্পাঞ্চলের অতীত চিত্র তুলে ধরছে। টাওয়ারের উপর থেকে দর্শকরা আরেকটি হ্রদের নির্মাণকাজ দেখতে পারেন। অতীতের ওপেন কাস্ট মাইনে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানি ভরা হচ্ছে।
সেই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বহু দশকের খনন কাজের কারণে সেখানকার মাটি বেশ আলগা। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত বেড়ে চলায় পায়ের নীচে মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। লাউসিৎস খনি সংগঠনের প্রতিনিধি ফিলিপ সোলটাউ বলেন, ‘কয়েক প্রজন্ম ধরে এই কাজ চলবে। মৌলিক পুনর্গঠনের উদ্যোগের আওতায় আমাদের আরো ৩০,০০০ হেক্টর জমি নিরাপদ করে তুলতে হবে। নির্দিষ্ট কিছু প্রযুক্তিরও উন্নতি করতে হবে। যেমন জমির ক্ষতি না করে মাটি শক্ত করার ‘ব্লাস্ট ইনডিউসড কমপ্যাকশন’ পদ্ধতি পরীক্ষা করছি।’
এখনো পর্যন্ত গোটা এলাকার রূপান্তর সত্যি নাটকীয়। এমন কাজ করার কোনো পূর্বনির্ধারিত ব্লুপ্রিন্টও নেই। গাড়িতে করে প্রায় আধ ঘণ্টা দূরে গেলে গ্রিনহাউস নামে পরিচিত এক জায়গায় তিন হাজারেরও বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি নতুন বাসা পেয়েছে। জায়গাটি জীববৈচিত্র্যের ‘হটস্পট' হয়ে উঠেছে। ইকোলজিস্ট হিসেবে স্টেফান ব়্যোরশাইড বলেন, ‘প্রকৃতি কীভাবে মানুষের সাহায্য ছাড়াই নিজস্ব শক্তি দিয়ে আবার জমি দখল করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জায়গাটির ভালোই উন্নতি হয়েছে। জার্মানির একটি প্রজাতি এখানেও ভালোভাবে বেড়ে উঠেছে। সেটা হলো ‘বুশগ্রাস’।’
স্টেফান ব়্যোরশাইড সেই সব ইকোলজিস্টদের একজন, যিনি এই এলাকায় হস্তক্ষেপ না করে প্রকৃতির হাতে তুলে দেবার পরামর্শ দিয়েছিলেন। লাউসিৎস এখন সবুজ পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। শিল্পাঞ্চলের ঐতিহ্যের ইতিহাস সম্পর্কে পর্যটকদের ধারণা দিতে বেশ কিছু কর্মসূচি চালু হয়েছে। জার্মানির প্রায় ৫০ শতাংশ জ্বালানি ইতোমধ্যেই পুনর্ব্যবহারযোগ্য উৎস থেকে আসছে। সে দেশের কয়লা-পরবর্তী জীবনযাত্রার রোডম্যাপ ভারতের মতো অন্যান্য দেশেরও কাজে লাগতে পারে। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা