টোল খাওয়া গালে নভোশ্চরের স্পর্শ? নাসা-র তোলা চাঁদ-গর্তের ছবিতে জল্পনা
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
আগামী বছর চাঁদে নভোশ্চর পাঠাবে আমেরিকা। তার আগে ফের চন্দ্রপৃষ্ঠের ছবি প্রকাশ্যে আনল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের দক্ষিণ মেরুর একটি গর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে জ্যোর্তিবিজ্ঞানীদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নাসা সূত্রে খবর, চাঁদের বুকের ওই গর্তটির নাম ‘শ্যাকলটন ক্রেটার’। পৃথিবীর উপগ্রহটির কক্ষপথে থাকা দু’টি নভোযান বা অরবিটারের ক্যামেরায় গর্তটিকে লেন্সবন্দি করা হয়েছে। এগুলি হল, লুনার রিকনেসেন্স অরবিটার ক্যামেরা (এলআরওসি) ও শ্যাডোক্যাম।
উল্লেখ্য, ২০০৯ থেকে চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে এলআরওসি। এর আগেও চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছয় না, সেখানকার পরিষ্কার ছবি তুলে পাঠিয়েছে অরবিটারের এই অতিশক্তিশালী ক্যামেরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পাঠানো মহাকাশযানে বসানো রয়েছে শ্যাডোক্যাম। গত বছরের অগাস্টে দানুরি নামের একটি নভোযান চাঁদের কক্ষপথে পাঠায় কোরিয়া অ্য়ারোস্পেস রিসার্চ ইন্সটিটিউট। এই দানুরিতেই রয়েছে নাসা-র শ্যাডোক্যাম। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, এলআরওসি-র চেয়ে এই ক্যামেরাটি অন্তত ২০০ গুণ বেশি আলো সংবেদনশীল।
নাসা জানিয়েছে, কম আলোর কারণে চাঁদের যে অংশের ছবি এলআরওসি তুলতে পারে না, সেখানে শ্যাডোক্যামের উপরেই ভরসা রাখতে হয় তাদের। প্রসঙ্গত, সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে তা চাঁদে প্রতিফলিত হয়। প্রতিফলিত সেই আলোতেই চন্দ্র পৃষ্ঠের পরিষ্কার ছবি তুলে নিতে পারে শ্যাডোক্যাম। তবে শ্যাডোক্যামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন চাঁদের আলোকিত অংশের ছবি তোলার ক্ষেত্রে এটি অনুপযুক্ত। দু’টি ক্যামেরার তোলা ছবি ভালোভাবে বিশ্লেষণ করে চন্দ্র পৃষ্ঠের মানচিত্র তৈরি করেছেন আমেরিকান মহাকাশ গবেষকরা। পাশাপাশি, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যও সামনে এনেছেন তাঁরা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, শ্যাডোক্যামের তোলা ছবিতে ‘শ্যাকলটন ক্রেটার’-র মেঝে ও দেওয়াল দেখা গিয়েছে। অন্যদিকে গর্তের ভিতরের অন্য অংশগুলিক তুলে ধরেছে এলআরওসি। আগামী বছর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে নাসা-র নভশ্চর। এই গর্তের পাশেই নামবে সেই টিম? তুঙ্গে উঠেছে বিতর্ক। তবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশচারী পাঠানোর আগে আরও নিশ্চিত হতে চাইছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। ইতিমধ্যেই সেখানে একটি রোভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। যার নাম ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন বা ভাইপার রাখা হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত