এবার চীনা জাহাজকে নোঙ্গর করার অনুমতি দিল না শ্রীলঙ্কা
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
চীনা জাহাজকে শ্রীলঙ্কার উপকূলে প্রবেশের অনুমতি দেয়নি কলম্বো। ভারতীয় নিরাপত্তা শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। তাই চীনা জাহাজকে শ্রীলঙ্কার বন্দরে নোঙর ফেলার অনুমতি দেওয়া হয়নি। এমনটাই জানালেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি।
আগামী অক্টোবর মাসে শ্রীলঙ্কায় চীনা জাহাজ শি ইয়াং ৬ নোঙর ফেলার কথা ছিল। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুযায়ী ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা হয়েছে দ্বীপরাষ্ট্রটির। তাতে ভারতের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আলি সাবরি বলেছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে। এ জন্য ভারতসহ অনেক বন্ধুদের সঙ্গে শ্রীলংকাকে পরামর্শ করতে হয়। এ জন্য কিছু সময় ধরে আলোচনা চলছে। দীর্ঘ সময় ধরে ভারত তার উদ্বেগের কথা জানিয়ে আসছে। তাই আমরা এসওপির অধীনে অবস্থান নিচ্ছি।
যদি জাহাজটি এসওপি মেনে চলে তাহলে তাকে নোঙর করতে দিতে কোনো সমস্যা নেই। যদি তারা এটা না মানে, তাহলে আমাদের সমস্যা আছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয় শ্রীলংকার পরররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অক্টোবরে নোঙর করতে চীনের জাহাজ শি ইয়ান-৬’কে অনুমতি দেয়নি শ্রীলংকা। তবে আলোচনা চলছে। এক্ষেত্রে ভারতের উদ্বেগের বিষয়টি আইনসম্মত এবং আমাদের কাছে তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা সব সময় বলে এসেছি এ অঞ্চলকে আমরা শান্তিপূর্ণ রাখতে চাই।
শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও বলেছেন, বিদেশি জাহাজের ক্ষেত্রে এসওপি অনুসরণ করতে হবে। ওদিকে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বৈঠকের সময় শি ইয়ান-৬ জাহাজের বিষয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
সাবেক টুইটার এক্সে ভিক্টোরিয়া নুল্যান্ড লিখেছেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ শ্রীলংকাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদে আমাদের কাজ একত্রিতভাবে অব্যাহত থাকবে। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমরা অর্থনৈতিক সহায়তা, মানবাধিকার, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছি।
নুল্যান্ডকে আলি সাবরি বলেছেন, এসওপির অধীনে কাজ করছে শ্রীলংকা। বিদেশি জাহাজ বা বিমান যদি শ্রীলংকার সীমানায় থাকে তাদের ক্ষেত্রে এসওপি অনুসরণ করতে হবে। তিনি আরও জানিয়েছেন সব দেশের জন্যই এই একই ব্যবস্থা নিচ্ছে তার দেশ। চীনকে এর বাইরে রাখা হবে না।
উল্লেখ্য, গত বছর চীনের গোয়েন্দা জাহাজ ইউয়ান ওয়াং-৫ নোঙর করে শ্রীলংকায়। তখন এ নিয়ে মন্তব্য করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছিলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে এমন যেকোনো বিষয়ে তাদের আগ্রহ আছে। ভারত এ বিষয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে এসেছে। উল্লেখ্য, চীনের শি ইয়ান-৬ জাহাজটি গবেষণামূলক। ন্যাশনাল অ্যাকুয়াটিক রিসোর্সেস রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (এনএআরএ)-এর সঙ্গে যৌথভাবে তাদের গবেষণা করার কথা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে