জার্মানিতে ডানপন্থীদের জনপ্রিয়তা বাড়ছে
১০ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
দু'টি রাজ্যের নির্বাচনে ধাক্কা খেয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের দল এসপিডি ও তাদের জোটসঙ্গীরা চিন্তিত৷ অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় বিষয়ে কড়াকড়ি বাড়াতে পারে তারা৷
রোববার জার্মানির দুটি রাজ্য হেসেন ও বাভারিয়ার নির্বাচনে হারের মুখোমুখি দেশের ক্ষমতাসীন দল এসপিডি বা সোশাল ডেমোক্র্যাট পার্টি ও তার জোটসঙ্গীরা৷ এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফল এই দলের৷
অন্যদিকে, ডানপন্থি দল এএফডি (বা অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড), যাকে জার্মান গোয়েন্দা সংস্থা সংবিধানবিরোধী বলে থাকে, সেই দলটি এই দুই রাজ্যে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা বাড়িয়েছে৷ বাভারিয়াতে ১৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তারা তৃতীয় স্থানে, হেসেনে ১৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে৷
হেসেনে জয়ী হয়েছে সিডিইউ বা ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন, বাভারিয়াতে সিএসইউ বা ক্রিশ্চিয়ান সোশালিস্ট ইউনিয়ন৷ এই দুটি দলই এই রাজ্যে এৱ আগে থেকেই ক্ষমতায় রয়েছে৷ রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ কার্ল -রুডল্ফ কোর্টে জার্মান সংবাদমাধ্যম জেডডিএফকে বলেন, ‘‘জার্মান রাজনীতিতে মধ্যপন্থি দলগুলি চিরকালই দাপিয়ে বেড়িয়েছে৷ কিন্তু এখন ডানদিকে ঝোঁকার চল শুধু মানুষের মননে নয়, ভোটের হিসাবেও ধরা পড়ছে৷''
অভিবাসন ইস্যুতে বিভক্ত জার্মানি
এএফডি তার নির্বাচনী প্রচারের কেন্দ্রে রাখে অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় নীতির কথা৷ যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, এমন লাখ লাখ মানুষকে জার্মানি থেকে ফেরত পাঠাতে চায় তারা৷ তারা বছরের পর বছর ধরে ইসলাম ধর্মাবলম্বী ও অভিবাসীদের বিরুদ্ধে মত তৈরি করতে কাজ করে আসছে, বিশেষ করে যারা আফ্রিকা বা মধ্যপ্রাচ্য থেকে জার্মানিতে আসছে৷ দেশে দক্ষ কর্মীর অভাব থাকলেও অভিবাসনের ইস্যুতে এএফডি শক্ত অবস্থান নিয়েছে৷
এই অবস্থানেই তাদের পাশে দাঁড়িয়েছেন বহু ভোটার, জানাচ্ছে নির্বাচনী পরিসংখ্যান সংস্থা ইনফ্রাটেস্ট ডিম্যাপ৷ তরুণ ভোটাররাও এই শর্তেই তাদের ভোট দিচ্ছেন বলে জানাচ্ছে তারা৷
বর্তমান পরিস্থিতি ও অন্য দলের ভূমিকা
গত কয়েক মাসে জার্মান রাজনীতিতে নতুন করে চাঙ্গা হচ্ছে অভিবাসনের বিষয়টি৷ ইতিমধ্যেই যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, তাদের ফেরত পাঠানোর জন্য চাপ বাড়ছে৷ একইসাথে, তাল মিলিয়ে বাড়ছে দেশে আসা মানুষের সংখ্যা৷
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি৷
একাধিক দল থেকে উঠছে আশ্রয় দেবার সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের কথা৷ নির্বাচনের পরের দিনই সিডিইউ ও সিএসইউর তরফে শলৎজ সরকারকে তৎপর হতে বলা হয়৷ সংবাদমাধ্যম এআরডিকে এবিষয়ে সিডিইউ সচিব কারস্টেন লিনেমান বলেন যে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক চাপ পড়ছে৷ বেশি সংখ্যায় শরণার্থী ও অভিবাসী থাকার ফলে বেশ কিছু স্কুলেও চাপ পড়ছে শিক্ষকদের ওপর, কারণ তারাও সংখ্যায় অপর্যাপ্ত৷
এসপিডির পক্ষে সাসকিয়া এসকেন কথা দিয়েছেন যে এসব তারা খতিয়ে দেখছেন৷ সোমবার তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই চ্যান্সেলর শলৎজ বিভিন্ন রাজ্যগুলির সাথে কথা বলেছেন, তিনি সিডিইউ ও সিএসইউর সাথে মিলে কাজ করতে চান৷''
সমাজকর্মীদের মতে, অভিবাসী ও শরণার্থী বিষয়ে ভীতি না ছড়িয়ে বদলে ‘তথ্যসমৃদ্ধ ও গঠনমূলক' আলোচনার মাধ্যমে সমাধান আসুক জার্মানিতে৷ সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন
পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা
বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন
বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ডা. সি এম ইদরিসের ৯৬তম জন্মদিন উদযাপন
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে অবৈধ বালু দস্যুদের গুলি বর্ষণ
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য’