ইসরায়েলে হামলার পরিকল্পনায় ইরানের সমর্থন কতখানি?
১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের ভেতরে যে নজিরবিহীন হামলা করেছে তার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই হামলার সাথে ইসরায়েলের প্রবল শত্রু ইরানের কোন সম্পৃক্ততা আছে কী না। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হামাস এবং লেবাননের গেরিলা সংগঠন হেজবুল্লাহর সদস্যদের উদ্ধৃত করে একটি রিপোর্ট করেছে। সেখানে অবশ্য হামাস কিংবা হেজবুল্লাহর কোন সদস্যের নাম উল্লেখ করা হয়নি। -বিবিসি বাংলা
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার জন্য ইরান এক সপ্তাহ আগে অনুমোদন দিয়েছে। তবে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সিনিয়র কর্মকর্তারা বলছেন, ইরানের সম্পৃক্ততা নিয়ে যেসব অভিযোগ উঠছে সে বিষয়ে তাদের কাছে এই মুহূর্তে কোন তথ্য নেই। এটা যদি বেরিয়ে আসে যে ইরান এই হামলার সাথে জড়িত ছিল, তাহলে বিষয়টি ইসরায়েল-ফিলিস্তিনের গণ্ডি ছাড়িয়ে পুরো পরিস্থিতি আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। ইরানের নেতারা হামাসের হামলায় আনন্দ প্রকাশ এবং সমর্থন জানালেও তারা বেশ দ্রুততার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
“এই হামলার সাথে ইরানের সম্পৃক্ততার অভিযোগ তোলা হচ্ছে রাজনৈতিক কারণে,” বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন মুখপাত্র বলেছেন, অন্য দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইরান হস্তক্ষেপ করে না। কিন্তু এসব কথার অর্থ এই নয় যে ইরান এ ঘটনার সাথে জড়িত নয়। হামাসের হামলার সাথে ইরানের সম্পৃক্ত থাকার বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকার হাতে কোন প্রমাণ নেই। তবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘হামাস এবং ইরানের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে।’
বহু বছর যাবত হামাস-এর ঘনিষ্ঠ সমর্থক এবং সাহায্যকারী হিসেবে রয়েছে তেহরান। হামাসকে অর্থ এবং বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দেয় ইরান। এমনকি হামাসের কাছে রকেটও আসে তেহরানের কাছ থেকে।
ইরানের কাছ থেকে অস্ত্র যাতে গাজায় আসতে না পারে সেজন্য সরবরাহ রুট বাধাগ্রস্ত করতে নানা চেষ্টা করেছে ইসরায়েল। গাজায় অস্ত্র সরবরাহের রুট ছিল সুদান এবং ইয়েমেন হয়ে। এছাড়া লোহিত সাগর দিয়ে জাহাজের মাধ্যমে এবং মিশরের সাইনাই উপত্যকা দিয়েও বেদুঈনদের মাধ্যমে গাজায় ইরানের অস্ত্র প্রবেশ করে।
ইসরায়েলের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেহেতু ইসরায়েলের অন্যতম শত্রু দেশ হিসেবে চিহ্নিত, সেজন্য ইহুদি রাষ্ট্রটিকে ক্ষতিগ্রস্ত করার স্বার্থ রয়েছে ইরানের। “এই হামলার সাথে ইরানের সম্পৃক্ত থাকার কথা চিন্তা করা খুব বাড়তি কিছু হবে না,” বিবিসিকে বলেন হাইম তোমের, যিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সাবেক এক সিনিয়র কর্মকর্তা। “ ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে – এমন খবরের প্রতিক্রিয়া হিসেবে এ হামলা হয়েছে,” বলেন হাইম তোমের।
কিন্তু শনিবার ইসরায়েলে হামলার জন্য ইরান সত্যিই নির্দেশ দিয়েছিল কী না সেটির প্রমাণ পাওয়া ‘কিছুটা জটিল’ বলে উল্লেখ করেন তোমের। তিনি বলেন, “ এটা সত্যি যে ইরান হামাসকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে। সিরিয়া, এমনকি ইরানের ভেতরে প্রশিক্ষণ দেয়া হয় হামাস সদস্যদের।” তিনি দাবি করেন, হামাসের সামরিক শাখার প্রধান সালেহ-আল-আরৌরি এবং হামাসের আরো নেতারা সম্প্রতি লেবানন থেকে ইরানে অনেকবার আসা-যাওয়া করেছেন। সেখানে তারা অনেক বৈঠক করেছেন, যার মধ্যে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনির সাথেও বৈঠক করেছে।
কিন্তু এই হামলার সাথে হামাস এবং ইরানের মধ্যকার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ যথেষ্ট নয় বলে মি. তোমের উল্লেখ করেন। “ ইরান নানাভাবে সমর্থন দেয়, কিন্তু আমি মনে করি এই হামলার পেছনে ৭৫ শতাংশ সিদ্ধান্ত নিয়েছে হামাস নিজেই।” ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। হামাসের প্রতি ইরানের জোরালো সমর্থন রয়েছে। এ বিষয়টির সাথে একমত তেল আবিব ইউনিভার্সিটির ইরান বিষয়ক বিশেষজ্ঞ রায জিম্মট। “এটা ফিলিস্তিনিদের গল্প,” সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রায।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত সোমবার লেবাননের বৈরুতে একটি বৈঠক হয়েছে এবং সেখানে এই হামলার জন্য ইরান সবুজ সংকেত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাস এবং হেজবুল্লাহর সদস্যদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের সিনিয়র কর্মকর্তারা গত অগাস্ট মাস থেকে হামাসের সাথে একত্রিত হয়ে কাজ করেছে শনিবারের হামলার জন্য। গাজা উপত্যকায় ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী ঘিরে হামাস সাধারণত যে ধরনের হামলা করে শনিবারের হামলা সেগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকম।
একই সাথে হাজার হাজার রকেট নিক্ষেপ, ড্রোন, গাড়ি এবং হস্ত-চালিত গ্লাইডার দিয়ে হামাস যেভাবে হামলা চালিয়েছে, তাতে বোঝা যাচ্ছে এই হামলার পরিকল্পনাকারীরা ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক যুদ্ধগুলো ভালোভাবে গবেষণা করেছে। রায বলেছেন, এই হামলার সিদ্ধান্ত হামাস-ই নিয়েছে। তাদের নিজেরে স্বার্থে এবং ফিলিস্তিনের বাস্তবতার আলোকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। “হামাস কি ইরানের সহায়তা ব্যবহার করেছে? অবশ্যই করেছে। এই হামলায় ইরানের স্বার্থ জড়িত ছিল? হ্যাঁ ছিল। এই হামলা করার জন্য হামাসের কি ইরানের অনুমতি নেবার প্রয়োজন ছিল? না,” বলেন মি. রায।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাহ। হামাস এবং ইরানের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে। সাবেক মোসাদ কর্মকর্তা হাইম তোমের বলেন, গত বেশ কয়েক বছর যাবত হামাস তাদের একটি এলিট ফোর্স গড়ে তোলার কাজ করছে।
সামনের দিনে আরো কী ঘটতে পারে এবং ইরানের সম্পৃক্ততা প্রকাশ্যে আসতে পারে কী না সেটি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারা সতর্কভাবে উত্তর-দক্ষিণে তাকাচ্ছে।
ইতোমধ্যে লেবাননে ইরানের ঘনিষ্ঠ মিত্র হেজবুল্লাহ ছোট-ছোট দুটি হামলা চালিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি এলাকায়। ইসরায়েল বলছে তারা লেবাননের ভেতরে টার্গেট লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। “ হামাসের এই হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতা বদলে দেবে এবং ইরান শুধু সহায়তা এবং সমন্বয়ের পরিবর্তে আরো সরাসরি জড়িত হবার আগ্রহ পাবে,” বলেন রায।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন