গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ৮ ভারতীয় সেনার মৃত্যুদণ্ড
২৭ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম
ভারতীয় নৌসেনার আট সাবেক কর্মীকে মৃত্যুদণ্ড দিল কাতারের এক আদালত! এই আটজনই আল দাহরা বা দাহরা গ্লোবাল সংস্থায় কাজ করতেন। এই সংস্থাটি কাতারের প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় ব্যবসায়িক অংশীদার ছিল। বর্তমানে অবশ্য সংস্থাটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
২০২২ সালের আগস্টেই ভারতীয় নৌসেনার এই প্রাক্তন কর্মীদের হেফাজতে নিয়েছিল কাতারি কর্তৃপক্ষ। তবে, তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তা এখনও জানান হয়নি। এদিনের রায়ের প্রেক্ষিতে, গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, এই খবরে অত্যন্ত উদ্বেগজনক। তবে, এই রায়ের বিষয়ে একেবারে প্রাথমিক তথ্য রয়েছে। বিস্তারিত রায় প্রকাশের জন্য অপেক্ষা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রণালয় আরও জানিয়েছে, সাজাপ্রাপ্ত নৌসেনার প্রাক্তন কর্মীদের সব রকম কনস্যুলার এবং আইনি সহায়তা দেয়া হয়েছে।
এদিন কাতারের আদালতের রায় ঘোষণার পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তারা বলেছে, ‘আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, আজ কাতারের ফার্স্ট ইনস্ট্যান্ট আদালত এক মামলায় রায় দিয়েছে, যার সঙ্গে আল দাহরা সংস্থার ৮ ভারতীয় কর্মচারী জড়িত ছিলেন। তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই রায়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা তাদের পরিবারের সদস্যদের এবং আইনি দলের সঙ্গে যোগাযোগ করছি। আমরা সমস্ত আইনি বিকল্পগুলি বিবেচনা করছি। আমরা তাদের সমস্ত কনস্যুলার এবং আইনি সহায়তা দিয়ে যাব। আমরা কাতারি কর্তৃপক্ষের সঙ্গেও এই রায়ের বিষয়ে কথা বলব। মামলার কার্যক্রমের গোপনীয়তার কারণে, এই আমাদের পক্ষে আর কিছু জানানো সম্ভব নয়।’
আল দাহরা মামলা কী?
আল দাহরা মামলায় এই ভারতীয় নৌসেনা কর্তাদের এবং সংযুক্ত আরব আমিররাতের এক সংস্থার বিরুদ্ধে দুর্নীতি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ২০২২ সালে প্রথম এই মামলাটি প্রকাশ্যে এসেছিল। অভিযোগ অনুযায়ী, ভারত থেকে কাতারের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির বিষয়ে ইসরাইলকে গোপন তথ্য সরবরাহ করেছিলেন অভিযুক্ত আট ভারতীয় সেনা কর্মকর্তা। ওই আটকর্ম কর্তাকে গুপ্তচরবৃত্তি এবং দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
যে আট ভারতীয় সেনা কর্তাকে গ্রেফতার করা হয়েছিল, তারা হলেন – ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ। কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি আল দাহরার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন। কাতার কর্তৃপক্ষ তাদের কনস্যুলার অ্যাক্সেস মঞ্জুর করার পর, চলতি বছরের ১ অক্টোবর কারাগারে তাদের সঙ্গে দেখা করেছিলেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। সূত্র: টিভি৯।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতির দিনেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করছে ইসরায়েল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ