দ্বিতীয় প্রেম করতে যেতেই স্বামীকে ভুতুড়ে বার্তা মৃত স্ত্রীর!
০১ নভেম্বর ২০২৩, ১০:১৬ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ১০:১৬ এএম
বছর দুই আগে ক্যান্সারে মারা গিয়েছিলেন স্ত্রী অ্যালিসন। তাকে হারানোর পর, বেশ কয়েকটা দিন একাই ছিলেন। তারপর ভেবেছিলেন জীবনের গতিপথে এগিয়ে যাবেন। ভালবাসা খুঁজতে ঢুঁ মেরেছিলেন ডেটিং অ্যাপে। একের পর এক মহিলার প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে একটি ছবি দেখে থমকে গিয়েছিলেন ব্রিটিশ নাগরিক, ডেরেক। এমন এক ছবি, যা তিনি ওই অ্যাপে দেখবেন বলে কখনও আশাই করেননি। ছবিটি ছিল তার মৃত স্ত্রীর। কোনও বায়ো বা কোন ভূমিকা দেয়া ছিল না সেই প্রোফাইলে। তবে, ডেরেকের মৃত স্ত্রীর নাম এবং মুখ ছিল। সব মিলিয়ে তার স্ত্রীর মোট তিনটি ছবি ছিল। ছবিগুলি ডেরেক আগে কখনও দেখেননি। তার মধ্যে একটি ছবিতে ‘স্ট্যাচু অব লিবার্টি’ও ছিল। তার স্ত্রী কখনও নিউইয়র্ক সিটিতে গিয়েছেন, তাই জানতেন না ডেরেক।
স্বাভাবিকভাবেই প্রোফাইলটি দেখে চমকে উঠেছিলেন ডেরেক। মনে জেগেছিল অনেক প্রশ্ন, এটা কি ভুয়া প্রোফাইল? নাকি তার স্ত্রী মৃত্যুর আগেই এই প্রোফাইল তৈরি করেছিলেন? সাত-পাঁচ ভেবে ওই মহিলাকেই ডেট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফ্রেন্সস রিকোয়েস্ট পাঠিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও, কেউ উত্তর দেয়নি। উত্তরের অপেক্ষায় ঘুম উড়ে গিয়েছিল ডেরেকের। কিন্তু, দুই দিন পর, ভোর সাড়ে তিনটেয় তার অনুরোধ গ্রহণ করা হয়েছিল প্রোফাইলটি থেকে।
সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়েছিলেন ডেরেক, ‘কে তুমি? কেন এটা করছ? আমার স্ত্রীর এই ছবিগুলো তুমি কোথায় পেলে? দুই বছর আগে সে জরায়ুর ক্যান্সারে মারা গেছে, তুমি একটা আস্ত শয়তান।’ পরের কয়েক ঘণ্টা আবার কোনও উত্তর আসেনি। ২৪ ঘণ্টা পর ফের মধ্যরাতে আসে একটি টেক্সট বার্তা। লেখা ছিল, ‘ডেরেক, আমি তোমাকে মিস করছি। যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। বাড়ি আছো তুমি? আমি বাইরেই আছি? আমাকে ঢুকতে দাও, প্লিজ।’
বার্তাটি পড়ে, ডেরেকের শিড়দাঁড়ি দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গিয়েছিল। ‘গোস্ট হান্স’ পডকাস্টের হোস্ট সুজি প্রিসকে ডেরেক জানিয়েছেন, এরপরই তিনি তাদের বাড়ির প্রধান দরজা বন্ধ করার শব্দ শুনতে পেয়েছিলেন। ভয়ে, তিনি বিছানায় শুয়ে পড়েছিলেন। তারপর এসেছিল আরেকটি বার্তা, ‘তুমি খুব তাড়াতাড়ি ডেট করতে শুরু করেছ ডেরি।’ ডেরেকর দাবি, শুধুমাত্র তার স্ত্রীই তাকে ভালবেসে ডেরি বলে ডাকত। অন্য কেউ তা জানত না। এর কিছুক্ষণ পর, তিনি টের পেয়েছিলেন, তার বেডরুমে কেউ ঢুকেছে।
ভয়ে চোখ বুজে বিছানায় পড়ে থাকা অবস্থাতেই ডেরেক বলেছিলেন, “অ্যালিসন, আমি দুঃখিত। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমায় মিস করি। কিন্তু দুই বছর হয়ে গিয়েছে। আমাকে এখন এগোতে হবে।” ডেরেকের দাবি, ঠিক তখনই তিনি অনুভব করেছিলেন কেউ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর তিনি দরজা খুলেছিলেন, কিন্তু, কাউকে দেখতে পাননি। শোওয়ার ঘরে ফিরে এসে তিনি ডেটিং অ্যাপটি খুলেছিলেন। সেখানে আর অ্যালিসনের প্রোফাইলটি ছিল না।
সোশ্যাল মিডিয়ায় ডেরেকের এই কাহিনী ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, তাদের প্রেমের বন্ধনই হয়তো অ্যালিসনের আত্মাকে এতদিন পৃথিবীর বুকে আটকে রেখেছিল। বাকিরা অবশ্য ভূতের গল্পকে আমল দিতে নারাজ। তাদের মতে, সম্ভবত, ডেরেকের মৃতা স্ত্রীর মর্ফড বা পরিবর্তিত ছবি ব্যবহার করে কেউ ডেটিং অ্যাপের প্রোফাইলটি তৈরি করেছিল। সম্ভবত, এমন কেউ, যিনি ডেরেক ও অ্যালিসনকে খুব ভাল করে চেনেন। তাদের খুব কাছের কোনও লোক। ডেরেক সেই প্রোফাইল দেখে ফেলায়, সে তাকে ভয় দেখাতে শুরু করে। অথবা, অ্যালিসনের কাছের কেউ, যে চায় না আর কারও সঙ্গে ডেরেকের সম্পর্ক হোক, সেই হয়তো এই কাজটা করেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা