ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

জিম্মিদের উদ্ধারে ইসরায়েলে মার্কিন কমান্ডোরা

Daily Inqilab অনলাইন ডেস্ক

০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম

গাজায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে আটক দুই শতাধিক ইসরায়েলিকে উদ্ধার করতে সব ধরনের সহযোগিতা দিতে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন কমান্ডোরা। গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে এ ইসরায়েলিদের গাজায় ধরে নিয়ে যায় হামাস।

এরই মধ্যে গাজায় ট্যাঙ্ক ও সেনা নিয়ে প্রবেশ করেছে ইসরায়েল। বিভিন্ন স্থানে হামাস সদস্যদের সঙ্গে তাদের লড়াই চলছে। তবে জিম্মিদের গাজায় কোথায় রেখেছে হামাস- তারা তা শনাক্ত করতে পারছেন না। মার্কিন কমান্ডোরা এ জিম্মিদের অবস্থান শনাক্ত করতেও কাজ করবেন।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিশেষ অভিযান পরিচালনা বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। এরই মধ্যে গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংসতার মধ্যেও জিম্মি চার ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বিশেষ অভিযান বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার পি মাইয়ার জানান, বেশ কিছু বিষয়ে তারা ইসরায়েলিদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম প্রধান একটি সহযোগিতা হলো ‘যুক্তরাষ্ট্রেরসহ জিম্মিদের (অবস্থান) শনাক্তকরণ’। এটা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।

বর্তমানে ইসরায়েলে কী সংখ্যক মার্কিন বিশেষ বাহিনীর সদস্য রয়েছেন- এমন প্রশ্নের জবার এড়িয়ে যান মাইয়ার। তবে তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক সপ্তাহে বেশ কয়েক ডজন কমান্ডোকে ইসরায়েলের সঙ্গে কাজ করার অনুমোদন দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক কর্মকর্তা ইসরায়েলের হয়ে তাদের বিশেষ অভিযান নিয়ে কথা বলেছেন। তারা জানান, এ কমান্ডোদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন সরকারের জিম্মি উদ্ধার বিশেষজ্ঞরা যোগ দেবেন। তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে পরামর্শ দেবেন। মাইয়ার জানান, যুক্তরাষ্ট্রের এ বিশেষ বাহিনীর কোনো সদস্য ইসরায়েলের সরাসরি যুদ্ধে অংশ নেবেন না। তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে পরামর্শ দেবেন- কীভাবে গাজার কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যেতে হবে।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন। এ সময় তিনি গাজায় স্থল অভিযান পরিচালনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন। কারণ, গাজা সিটির নিচে হামাস অভ্যন্তরীণ সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। ক্রিস্টোফার পি মাইয়ার জানান, কীভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে, সে বিষয়ে পরামর্শ দিতে তারা ইসরায়েলের সঙ্গে কাজ করবেন।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জিম্মিদের উদ্ধার করতে এরই মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ গোপনে তাদের বিশেষ বাহিনীর ছোট ছোট দল ইসরায়েলে পাঠাতে শুরু করেছে। এ দলগুলো সম্ভাব্য উদ্ধার অভিযান ও বৃহৎ পরিসরে লেবাননে নিজ দেশের নাগরিককে স্থানান্তরের প্রয়োজনে কাজ করবে। মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী জানান, ইসরায়েলে পাঠানো কমান্ডোরা সেখানে থাকা মার্কিনিদের সহযোগিতা করবেন। সেইসঙ্গে তারা দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

মধ্যপ্রাচ্যে আরও ৩০০ সেনা
এনডিটিভি জানায়, মধ্যপ্রাচ্যে আরও ৩০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানান, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অঞ্চলে (মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশ) আরও অতিরিক্ত ৩০০ সেনা পাঠানো হবে।

বর্তমানে যেসব সেনাসদস্য এসব এলাকায় আছেন, নতুন সেনারা তাদের দক্ষতা, বিস্ফোরণ নিয়ন্ত্রণ সক্ষমতা, যোগাযোগ বাড়ানোসহ নানা বিষয়ে সহযোগিতা দেবেন। এ অতিরিক্ত সেনাসদস্যরা ইসরায়েলে যাচ্ছেন না বলেও নিশ্চিত করেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অঞ্চলের মধ্যে রয়েছে ২০টি দেশ।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা