গাজায় যুদ্ধবিরতি চেয়ে ইউএসএইড-এর সহস্রাধিক কর্মকর্তার খোলা চিঠি
১১ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়ে চিঠিতে সই করেছেন মার্কিন এই সংস্থাটির ১ হাজার ২৯ কর্মকর্তা।
গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা ‘ইউএসএইড’ -এর এক হাজারেরও বেশি কর্মকর্তা।
গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃঢ় সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে অসন্তোষের সর্বসাম্প্রতিক লক্ষণ এই চিঠি।
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলকে হামলা থামানো অর্থাৎ, যুদ্ধবিরতি করার ডাক দেওয়ার জন্য আরব, ফিলিস্তিনি নেতা ও অন্যান্যদের জানানো আহ্বান ওয়াশিংটন আগেই প্রত্যাখ্যান করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত পাঁচ নভেম্বরে মধ্যপ্রাচ্য সফরে থাকার সময় গাজায় যুদ্ধবিরতি করার আহ্বান নাকচ করেন। তার মতে, যুদ্ধবিরতি হলে গাজায় হামাস আবার সুসংগঠিত হয়ে আরও হামলা চালানোর সুযোগ পেয়ে যাবে।
ওয়াশিংটন কেবল গাজায় মানবিক ত্রাণ সহায়তা ঢুকতে দেওয়া এবং সেখানকার মানুষদের সরে যেতে দেওয়ার জন্য স্থানীয়ভাবে লড়াইয়ে বিরতি দেওয়ার প্রস্তাব রেখেছিল। এ বিষয়েই কূটনৈতিক তৎপরতা চালাতে ব্লিনকেন ওই অঞ্চল সফর করেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে স্থানীয়ভাবে লড়াইয়ে দৈনিক চার ঘণ্টার বিরতি দিতে রাজি হয়েছে। তবে এটি যে ‘যুদ্ধবিরতি’ নয়, বরং ‘সাময়িক মানবিক বিরতি’, সেটি ইসরায়েল স্পষ্ট করেই স্মরণ করিয়ে দিয়েছে।
কিন্তু ইসরায়েলের হামলায় গাজায় যেভাবে মানুষ মরছে, হাসপাতাল, স্কুল, মসজিদ এবং গির্জা ধ্বংস হচ্ছে, সেটিকে ইসরায়েলে নিরাপত্তা ফেরানোর অজুহাত হিসাবে মেনে নেওয়া যায় না।
ইউএসএইড এর কর্মকর্তাদের সই করা খোলা চিঠিতে বলা হয়েছে, “উন্নয়ন, জনস্বাস্থ্য এবং মানবিক সহায়তা পেশায় নিয়োজিত থাকায় আমরা অহরহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন এবং হতাশ; সেই আইন যার লক্ষ্য বেসামরিক নাগরিক, চিকিৎসাকর্মী এবং গণমাধ্যমের কর্মকর্তার পাশাপাশি স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় উপাসনাগার সবকিছুই সুরক্ষিত রাখা।”
চিঠিটি প্রকাশ করা হয়েছিল ২ নভেম্বরে। সেটিতে এখন সই পড়েছে ইউএসএইড এর ১ হাজার ২৯ জন স্টাফের। সই যারা করেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে দেখা গেছে, চিঠিতে সই করেছেন ওয়াশিংটনে সংস্থাটির বিভিন্ন ব্যুরোর কর্মকর্তারা এবং বিশ্বজুড়ে ইউএসএইড এর কাজে নিয়োজিত কর্মকর্তারাও।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ