মহাশূন্যে এবার কাঠের স্যাটেলাইট পাঠাবে জাপান!
১২ নভেম্বর ২০২৩, ০৯:৪২ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ০৯:৪২ এএম
মহাশূন্যে এবার কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে চলছে জাপান। ইতিমধ্যেই সেই স্যাটেলাইট তৈরি করে ফেলেছেন টোকিওর এক গবেষক। কয়েকদিনের মধ্যেই শক্তি পরীক্ষা হবে কাঠের উপগ্রহের। আগামী বছর নতুন ধরনের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র, মিলেছে ইঙ্গিত।
কৃত্রিম উপগ্রহ তৈরির ক্ষেত্রে জ্যেতির্বিজ্ঞানীরা মূলত অ্যালুমিনিয়াম ও স্টিল ব্যবহার করে থাকেন। সেই জায়গা থেকে নতুন ধরনের স্যাটেলাইট তৈরিতে উদ্যোগী হন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা। দীর্ঘদিন ধরেই মহাকাশে জৈবিক পদার্থের ব্যবহার নিয়ে গবেষণা চালাচ্ছেন তিনি। সম্প্রতি কাঠের তৈরি উপগ্রহ তৈরি করেছেন তিনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যটমোস্ফিয়ারিক অ্যাডমিডিস্ট্রেশন (এনওএএ) নামের গবেষণা সংস্থার দাবি, কৃত্রিম উপগ্রহের জেরে পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি হচ্ছে। স্যাটেলাইটের ধাতব কণায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার। জাপানি গবেষক মুরাতার দাবি, তার তৈরি উপগ্রহে এই সমস্যা থাকবে না। তবে ধাতব স্যাটেলাইটের মতোই কাজ করবে সেটি।
জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, আয়ু শেষ হওয়ার মুখে অধিকাংশ উপগ্রহ ফের পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। কিন্তু সেগুলি ধাতব হওয়ায় সহজে নষ্ট হতে চায় না। আর এখানেই জাপানি গবেষকের তৈরি উপগ্রহের বাড়তি সুবিধা রয়েছে বলে মনে করছেন তারা। বিজ্ঞানী মুরাতার দাবি, তার তৈরি কাঠের কৃত্রিম উপগ্রহ বায়ুমণ্ডলে ঢুকলেই পুড়ে ছাই হয়ে যাবে। গত চার বছর ধরে এই প্রকল্পে কাজ করছেন তিনি। ২০২১-এ মহাকাশে কাঠের নমুনা পাঠান জাপানি জ্যোতির্বিজ্ঞানীরা। সেখানে কাঠের স্থিতিস্থাপকতা পরীক্ষা করা হয়। বর্তমানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে কাজ করছে জাপানি স্পেস এজেন্সি জাক্সা। সূত্রের খবর, আগামী বছর কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবেন তারা। যার নাম দেয়া হয়েছে লিংগোস্যাট। তবে এর উৎক্ষেপণের দিনক্ষণ সরকারিভাবে এখনও ঘোষণা করেনি টোকিও।
মুরাতা জানিয়েছেন, কাঠের তৈরি স্যাটেলাইটের পরীক্ষা সফল হলে মহাকাশের দূষণ অনেকটাই কমে যাবে। একে পরিবেশবান্ধব উপগ্রহ বলা যেতে পারে। নির্ধারিত সময়ের পর কাঠের স্যাটেলাইটটি নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। বা কক্ষপথ থেকে সরিয়ে কোনও রকমের ঝুট ঝামেলা ছাড়াই সেগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে। কাঠের স্যাটেলাইট পুনর্ব্যবহারযোগ্য বলেও দাবি করেছেন তিনি। যা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলতে পারে বলে দাবি করেছেন এই জাপানি জ্যোতির্বিজ্ঞানী। ওই উপগ্রহ কতটা সফল হয়, সেটাই এখন দেখার। সূত্র: সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং