বিরোধীদের ভোট বর্জনের মধ্যেই মাদাগাস্কারে চলছে একতরফা নির্বাচন
১৬ নভেম্বর ২০২৩, ০২:০৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরোধীদের ভোট বর্জনের মধ্যেই বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটিতে চলছে এই নির্বাচন। এছাড়া নির্বাচনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশটিতে কারফিউও জারি করা হয়েছে।
যদিও নির্বাচনের আগে টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন বিরোধী নেতাকর্মীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মাদাগাস্কারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেছেন বিরোধীরা। পূর্ব আফ্রিকার এই দেশটিতে টানা ছয় সপ্তাহ ধরে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিরোধী সমর্থকদের সংঘর্ষও হয়েছে। রাজধানী আন্তানানারিভোর পুলিশ কর্মকর্তা অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেছেন, ‘ভোটকেন্দ্র পুড়িয়ে ফেলাসহ’ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে মাদাগাস্কারের বিরোধী নেতারা বর্তমান প্রেসিডেন্ট রাজোয়েলিনার পক্ষে ‘প্রাতিষ্ঠানিক অভ্যুত্থানের’ অভিযোগ করেছেন। তারা রাজোয়েলিনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করছেন কারণ ২০১৪ সালে তিনি ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।
বিবিসি বলছে, বৃহস্পতিবার সকাল থেকে মাদাগাস্কারে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ১২ জন বিরোধী প্রার্থীর মধ্যে ১০ জনই ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভোটারদের নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া বিরোধী সমর্থকরা পুলিশি দমন-পীড়নের প্রতীক হিসেবে ফুলকপিকে ব্যবহার করছেন।
দেশটির সাবেক প্রেসিডেন্ট মার্ক রাভালোমাননাও এই নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। ২০০৯ সালে এক অভ্যুত্থানে রাজোয়েলিনার মাধ্যমেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের এই নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যদি এই নির্বাচন স্থগিত করা না হয়, মাদাগাস্কার একটি বড় সংকটের সম্মুখীন হবে। জনগণ এই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করবে।’
এছাড়া প্রতিবাদী প্রার্থীদের একজন রোল্যান্ড রাটসিরাকা এএফপির কাছে এই নির্বাচনকে ‘জালিয়াতি’ এবং ‘মাদাগাস্কারের জন্য তামাশার’ নির্বাচন বলে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে রাজধানী আন্তানানারিভোতে অবস্থানরত একজন রেডক্রস কর্মী বিবিসিকে বলেছেন: ‘পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। আমাদের অনেকে আহত হয়েছেন এবং ৩৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে।’
বিশ্বব্যাংকের মতে, মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব আফ্রিকার এই দেশটিতে ৭৫ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করেন। দেশটিতে কোবাল্ট, সোনা, নিকেল, ইউরেনিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের মজুদ রয়েছে।
তবে এরপরও দেশটি কয়েক দশক ধরে ধীরগতির প্রবৃদ্ধি এবং ক্রমাগত দারিদ্র্যের সাথে লড়াই করছে। সুতরাং নির্বাচনে জয়ী হয়ে যিনিই দেশটির দায়িত্ব নেবেন তাকে অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে ব্যাপক দারিদ্র্যও মোকাবিলা করতে হবে।
প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ মাদাগাস্কারে ভোট দেওয়ার জন্য মাত্র ১ কোটি ১০ লাখ লোক নিবন্ধিত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে আনুষ্ঠানিকভাবে পুনঃনির্বাচনের জন্য গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন রাজোয়েলিনা। তিনি বিরোধী নেতাদের সমালোচনা অস্বীকার করেছেন এবং নির্বাচনে আবারও জয়ী হবেন বলে ভোটারদের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
এএফপি-র মতে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভগুলো তাকে ‘ক্ষমতা উৎখাত করতে’ এবং ‘নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করতে’ করা হচ্ছে বলে রাজোয়েলিনার সরকার দাবি করেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারসহ ভারতে পালিয়ে গেছে' - শহিদুল ইসলাম বাবুল
হিজরত নিয়ে কটুক্তি করায় শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল ও ফাঁসির দাবী ঢাবি শিক্ষার্থীদের
ভয়েস কলের সর্বনিম্ন মূল্য কমাতে বিটিআরসিকে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের চিঠি
'রাজপথের বিপ্লব থেকে টিএসসির মঞ্চে একজন মহিউদ্দিন রনি'
ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেয়ার আহ্বান জানাচ্ছি - খেলাফত মজলিস
৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট মহানগর কৃষকদলের র্যালী ও সমাবেশ
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -১০
কাল খুলনায় ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপ
আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি - আফরোজা খানম রিতা
রাঙামাটির জুরাছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা প্রদান
স্কুল ব্যাগে পাথর ভরে ডোবায় ফেলে শিশু নাশিতের লাশ
মহেশপুর আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে
ইনকিলাবের নির্বাচনী জরিপে থমকে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো
তুরস্কে অনুষ্ঠিত ইউরোপ ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মাহমুদুল প্রথম হয়েছেন
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
কালীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
হামলা ও নির্যাতনের শিকার কুমিল্লার সাত সাংবাদিককে সম্মাননা
১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু
রাজা-রানি হওয়ার প্রস্তুতি শুরু উইলিয়াম-কেটের, চার্লস-যুগ কি শেষের পথে?